গত কয়েকদিন আগেই জাতীয় টুর্নামেন্টে (National Games) অংশগ্রহণ করার জন্য তড়িঘড়ি করে স্কোয়াড তৈরি করে নিজেদের মহিলা দলকে পাঠিয়ে দেওয়া হয় হয় গোয়ায়। গত ২৭ তারিখ থেকে নিজেদের অভিযান শুরু করে বাংলার মহিলা দল। প্রতিপক্ষ হিসেবে ছিল তামিলনাড়ু। তারপর আজ বেলার দিকে শক্তিশালী ঝাড়খণ্ড দলের বিপক্ষে খেলতে নামে রত্না-রিম্পারা।
নির্ধারিত সময়ের শেষে ৩-১ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নেয় বাংলা ফুটবল দল। দলের হয়ে গোল করেন যথাক্রমে রিম্পা, মৌসুমি ও দেবনীতা। তাদের আজ ম্যাচের রাশ চলে আসে বাংলার। যারফলে, এবার আত্মবিশ্বাসের তুঙ্গে গোটা দল। এবার পরবর্তী রাউন্ডের লড়াই। সেইজন্যই এবার দলকে ব্যাপকভাবে প্রস্তুত করছেন দলের কোচ।
উল্লেখ্য, অন্যান্য দল গুলির তরফে অনেক আগে থেকেই প্রস্তুতি নেওয়া হলেও অপেক্ষাকৃত দেরীতে শুরু করে বাংলা দল। এবারের এই ইভেন্ট কে কেন্দ্র করে মোট ২০ জন ফুটবলারকে স্কোয়াডে রাখা হয় তাদের তরফে। যাদের মধ্যে গোলরক্ষক হিসেবে রাখা হয় মঞ্জু ও গুরুবারি মান্ডি।
পাশাপাশি নতুন মুখকে জায়গা দিতে দলের রক্ষনভাগ সামাল দেওয়ার জন্য আসেন ত্রিশা মল্লিক ও রত্না হালদারের পাশাপাশি মিনিতা রায়, গীতা দাস, সুমিত্রা মান্ডি, মমতা সিংয়ের মতো ফুটবলারদের।সেইসাথে মাঝমাঠের দখল নেওয়ার জন্য আনা হয় সুলঞ্জনা রাউলের সাথে অনিবালা, সাথী দেবনাথ, মৌসুমি মুর্মু, মমতা মাহাতো, সুস্মিতা বর্ধন, ও মুগলি হেমব্রমদের।
তাদের হাত ধরেই আসছে সাফল্য। এখন পরবর্তী রাউন্ডের দিকেই বাড়তি নজর সকলের। শুরুটা নিজেদের মনের মতো খুব একটা না হলেও পরবর্তীতে সাফল্য পেয়েই ফিরে আসতে মরিয়া সকলে।