সব ঠিক থাকলে আজ ডার্বি হওয়ার কথা ছিল। মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (East Bengal) ম্যাচ। আজ বড় ম্যাচ হচ্ছে না, খেলা আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। ইস্টবেঙ্গলের আগামী ম্যাচ ৪ নভেম্বর কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। মোহন বাগান সুপার জায়ান্টের পরবর্তী খেলা ১ নভেম্বর জামশেদপুর এফসির বিরুদ্ধে।
ইন্ডিয়ান সুপার লীগের অফিসিয়াল ওয়েবসাইটে ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রতের কিছু মন্তব্য তুলে ধরা হয়েছে। বিগত মরসুমে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স ও এবারে ইস্টবেঙ্গলের পারফরম্যানশের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে লাল হলুদের বর্তমান কোচের কিছু মন্তব্য। প্রসঙ্গ ক্রমে উঠে এসেছে ক্লাবের প্রাক্তন কোচ স্টিফেন কনস্টানটাইন ও দলের পুরনো রোগের কথা।
ব্রিটিশ কোচের আমলে ইস্টবেঙ্গলের একাধিক ম্যাচে এগিয়ে গিয়েও হেরেছিল। এমনকি মরসুমের শেষ ভাগে এসেও দলের রক্ষণ মেরামত করতে পারেননি কোচ। ফলত যে সমস্ত ম্যাচ থেকে ইস্টবেঙ্গল পয়েন্ট পেতে পারতো সেখান থেকে খালি হাতে ফিরতে হয়েছিল দলকে। এবারেও তেমনই কিছু হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। চলতি মরসুমের শুরুটা ইস্টবেঙ্গল আশা জাগিয়ে শুরু করেছিল। কিন্তু যত সময় এগোচ্ছে ক্লাব ইন্ডিয়ান সুপার লীগ ক্রম তালিকায় নামতে শুরু করেছে। পরপর ম্যাচে পয়েন্ট নষ্ট, গতবারের মতো এগিয়ে গিয়েও পয়েন্ট হাতছাড়া করে খেসারত দিচ্ছে দল।
কনস্টানটাইন একটা কথা প্রায়ই বলতেন, নতুন দল সেট হতে সময় লাগবে। বর্তমান কোচও একই যুক্তি দিয়েছেন। কথায় অবশ্য ভুল নেই, সত্যি নতুন করে সাজানো স্কোয়াড। “আমাদের দলে এ বার অনেক নতুন খেলোয়াড় আছে। ওদের আরও পরিণত হয়ে উঠতে হবে”, বেঙ্গালুরু এফসি ম্যাচ প্রসঙ্গে বলেছেন কুয়াদ্রত। “ভুলগুলো শোধরাতে হবেই। গত ম্যাচে একটা পেনাল্টি আমাদের শেষ করে দিয়েছিল, এই ম্যাচে একটা ফ্রি কিকের জন্য আমরা খেলা থেকে হারিয়ে গেলাম। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে হবে আমাদের। প্রতি ম্যাচে এমন হতে দেওয়া যাবে না।”