বেঙ্গালুরু ম্যাচে ধাক্কা খাওয়ার পর গত ২১ তারিখ এফসি গোয়ার বিপক্ষে ও এগিয়ে থেকে পরাজিত হতে হয়েছে লাল-হলুদ (East Bengal) ব্রিগেডকে। যা নিয়ে প্রবল হতাশ সকলেই। এই পরিস্থিতিতে দলের ফুটবলারদের ভুলভ্রান্তি শোধরানোর পাশাপাশি নয়া ফুটবলারদের আরও ভালো করে দেখে নেওয়ার জন্য নিয়মিত বিশেষ অনুশীলনের পাশাপাশি বেশকিছু প্রস্তুতি ম্যাচ খেলার কথা আগেই জানানো হয়েছিল লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাতের তরফ থেকে। গত মাসে ইন্টার কাশি দলের সাথে প্রস্তুতি ম্যাচ খেলার পর আইলিগের আরও একাধিক দলের সঙ্গে কলকাতার এই প্রধানের খেলার কথা জানা গিয়েছিল।
সেইমতো গত কয়েকদিন আগে নিজেদের ঘরের মাঠে নেরোকা এফসির মুখোমুখি হয়েছিল ক্লেটনরা। যদিও সেই ম্যাচ জিতেছিল আইলিগের ওই দল। তবে সেক্ষেত্রে দলের রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের দেখে নেওয়াই একমাত্র লক্ষ্য ছিল স্প্যানিশ কোচের। আবারও সেই একই পরিকল্পনা। যে কারনে ঘন্টাকয়েক আগে কিবু ভিকুনার ডায়মন্ডহারবার এফসির মুখোমুখি হয়েছিল মশাল ব্রিগেড। নির্ধারিত সময়ের শেষে গোলশূন্যভাবে শেষ হয় সেই ম্যাচ।
উল্লেখ্য, গত কয়েকটি প্রস্তুতি ম্যাচে নয়া ডিফেন্ডারকে সম্পূর্ণভাবে দেখা না গেলেও আজ পুরো নব্বই মিনিট মাঠে খেলতে দেখা যায় হিজাজি মাহেরকে।
পাশাপাশি বি দলের তারকা ফুটবলার অভিষেক কুঞ্জম থেকে শুরু করে তন্ময় ও আদিত্য পাত্রের মতো ফুটবলারদের ও দেখা যায়। পাশাপাশি নিশু কুমার, মোবাষির রহমানের মতো ফুটবলারদের ও খেলিয়ে দেখেনেন কুয়াদ্রাত।