মন্ত্রী জ্যোতিপ্রিয়র ঘরে ঢুকল ইডি

বিজয়া দশমীর পরেই ED হানা। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে ইডির হানা। আর নাগেরবাজারে মন্ত্রীর আপ্তসহায়কের বাড়িতেও ঢুকেছে ইডি।  জানা গেছে রেশন দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার…

মন্ত্রী জ্যোতিপ্রিয়র ঘরে ঢুকল ইডি

বিজয়া দশমীর পরেই ED হানা। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে ইডির হানা। আর নাগেরবাজারে মন্ত্রীর আপ্তসহায়কের বাড়িতেও ঢুকেছে ইডি। 

জানা গেছে রেশন দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার সকাল থেকেই মাঠে নেমেছে ইডি। বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। সেই সূত্রে দুর্নীতির তদন্তে তিনি আছেন ইডি নজরে। মন্ত্রীর সল্টলেকের বাড়িতে যেমন তল্লাশি চলছে তেমনই তল্লাশি চলছে নাগেরবাজারে মন্ত্রীর আপ্তসহায়কের ঘরে।

   

মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি সহ আট জায়গায় চলছে ইডি তল্লাশি অভিযান। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে  সল্টলেকের বি সি ব্লকে মন্ত্রীর ঘরে ঢোকেন ইডি গোয়েন্দারা। বাড়ি ঘিরে ফেলা হয়েছে।  জেরা চলছে মন্ত্রীর।

Advertisements

তদন্তে আগেই ধৃত বাকিবুরের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চলছে ইডি অভিযান। জ্যোতিপ্রিয় মল্লিক যখন খাদ্যমন্ত্রী ছিলেন সেই সময় থেকে খাদ্য দফতরের নথি বাকিবুরের কাছে কী করে গেল তা জানতে চায় ইডি। নদিয়ার এক চালকলের মালিক বাকিবুর রহমান আপাতত ইডি হেফাজতে।

মন্ত্রীর আপ্তসহায়ক অমিত দে আছেন ইডি নজরে। তার নাগেরবাজারের দুটি ফ্ল্যাটেই যায় ইডি। দুটি ফ্ল্যাটেই তালা বন্ধ। পুরনিয়োগ মামলায় তদন্তের রেশ ধরে সম্প্রতি রেশন দুর্নীতির হদিশ পান ইডি আধিকারিকরা।