২৪ তারিখ এএফসি কাপের ম্যাচে শক্তিশালী বসুন্ধরা কিংস দলের বিপক্ষে ১ গোলের ব্যবধানে এগিয়ে থেকে ও শেষ রক্ষা করতে পারেনি মোহনবাগান। প্রথমার্ধের শেষে অমীমাংসিত ব্যবধান রাখার পর দ্বিতীয়ার্ধে আশিষ রাইয়ের করা গোলে ফের এগিয়ে গিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। তবে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এসে গোল শোধ করে দিয়ে যান বসুন্ধরা কিংসের দাপুটে ফুটবলার রবিনহো। যারফলে, শেষ পর্যন্ত ২-২ গোলের ব্যবধানে শেষ হয়েছিল গতকালের সেই ম্যাচ।
যা নিয়ে হতাশ সকলেই। দলের এই পারফরম্যান্স নিয়ে একেবারেই খুশি নন বাগানের আইএসএল জয়ী কোচ হুয়ান ফেরেন্দো। এক্ষেত্রে দলের ফুটবলারদের ভুল ভ্রান্তির পাশাপাশি রেফারিং নিয়েও খুব উগড়ে দিলেন তিনি। এক্ষেত্রে বাগানের তারকা ফুটবলার লিস্টন কোলাসোর গোল বাতিল করা নিয়ে রেফারির সিদ্ধান্ত নিয়েও চরম বিতর্ক দেখা দিয়েছে সবুজ-মেরুন শিবিরের অন্দরে।
পরবর্তীতে সাংবাদিক বৈঠক করেন বাগান কোচ বলেন, বসুন্ধরার বিপক্ষে শুরুতে কিছুটা সমস্যা দেখা দিলেও ধীরে ধীরে আমাদের ছেলেরা নিজেদের খেলায় ফিরে এসেছে। বারংবার আক্রমণ শানিয়ে পেট্রতোস গোল পেয়েছে। তবে প্রথমার্ধে ওরা যথেষ্ট আক্রমণ শানিয়েছে। কিন্তু এক্ষেত্রে ম্যাচ রেফারিকে যথেষ্ট সক্রিয়তা বজায় রাখতে হত। বিশেষ করে লিস্টন কোলাসোর গোলটি যেভাবে বাতিল করা হয়েছে তা নিয়ে একাধিক বিতর্ক রয়েছে।