Bashundhara Kings: ‘শুধু ডিফেন্স করতে আসেনি’, কিংস কোচের হুঙ্কার

দেরি করে হলেও ভিসা সমস্যা কাটিয়ে ভারতে উপস্থিত হয়েছে বসুন্ধরা কিংস (Bashundhara Kings)। ম্যাচের এক দিন আগে তারা প্রতিবেশী দেশির মাটিতে পা রেখেছে। মোহন বাগান…

coach Oscar Bruzon

দেরি করে হলেও ভিসা সমস্যা কাটিয়ে ভারতে উপস্থিত হয়েছে বসুন্ধরা কিংস (Bashundhara Kings)। ম্যাচের এক দিন আগে তারা প্রতিবেশী দেশির মাটিতে পা রেখেছে। মোহন বাগান সুপার জায়ান্টের হোম ম্যাচ হলেও কলকাতার পরিবর্তে বল গড়াবে ওড়িশার মাঠে। ম্যাচ আয়োজনের সুবিধার জন্য ভেন্যু বদল।

মাঠে নামার আগে হুংকার দিয়েছে বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন (Oscar Bruzon)। অস্কার আগে ভারতে কাজ করেছেন। বাগান কোচের ম্যাচ খেলানোর ধরণ সম্পর্কে তিনি ওয়াকিবহাল। অ্যাওয়ে ম্যাচ হলেও ওড়িশা থেকে পয়েন্ট ছিনিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী কিংসের বর্তমান কোচ।

   

“পরিস্থিতি এমনই যে, গ্রুপ পর্বের বাকি সব ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এখানে আমরা এসেছি মোহনবাগানের এক নম্বরে অবস্থানকে চ্যালেঞ্জ জানাতে এবং তা করতে হলে তিন পয়েন্ট আমাদের চাই। ওড়িশা এফসির বিরুদ্ধে শেষ ম্যাচেই আমরা নিজেদের প্রমাণ করেছি”, বলেছেন ব্রুজোন।

Advertisements

এরপর তিনি যোগ করেছেন, “এখন আমাদের সামনে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা দলকে চ্যালেঞ্জ জানানো সুযোগ এসেছে। আমরা এখানে শুধু ডিফেন্স করতে আসিনি। মোহনবাগানের খেলার স্টাইল অনুযায়ী আমরা খেলার চেষ্টা করব। কিন্তু নিজেদের সুনাম খোয়াব না।”

আসলে ওড়িশা এফসির বিরুদ্ধে জিতলেও গ্রুপ ক্রম তালিকায় খুব একটা ভালো অবস্থানে নেই বসুন্ধরা কিংস। পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যের কারণে মেজিয়ার থেকে পিছিয়ে রয়েছে বসুন্ধরা। পরের পর্বে যেতে হলে কিংসকে যেমন পয়েন্ট পেতে হবে, তেমনই চোখ রাখতে হবে মেজিয়ার পয়েন্ট খোয়ানোর দিকে।