বেঙ্গালুরু ম্যাচের ব্যর্থতা ভুলে আগামীকাল অর্থাৎ ২১ তারিখ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মানানো মার্কেজের এফসি গোয়ার বিপক্ষে খেলতে নামছে ইমামি ইস্টবেঙ্গল। সেই মতো গতকাল কলকাতার বুকে নিজেদের শেষ অনুশীলন চালিয়েছে লাল-হলুদ। যেখানে মাঝ মাঠের পাশাপাশি দলের রক্ষনভাগের ফুটবলারদের বাড়তি সক্রিয়তার উপর নজর দেন কোচ (East Bengal Coach Carles Cuadrat)।
সেইসাথে বাকিদের সাথে পাল্লা দিয়ে অনুশীলন করতে দেখা যায় লাল-হলুদ তরকা ক্লেটন সিলভাকে। বলতে গেলে গত ম্যাচের হতাশাজনক পারফরম্যান্সের পরেও দল নিয়ে যথেষ্ট আশাবাদী এই স্প্যানিশ কোচ।
তবে রেফারিং নিয়ে দুশ্চিন্তা এখনো থেকে গিয়েছে লাল-হলুদ কোচের। তার দলের প্রতি সুবিচার না পাওয়ার কথা উঠে এসেছে একাধিকবার। এবারো রেফারিং নিয়ে সেই একই কথা বললেন তিনি। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কুয়াদ্রাত বলেন, “প্রত্যেক ম্যাচেই রেফারি একাধিক ভুল করছেন। যার প্রভাব আমাদের দলের মধ্যে আসছে। একাধিক সুযোগ ও আমরা হারিয়েছি। রেফারির তরফ থেকে যোগ্য সন্মানের দাবি থাকবে আমাদের। আমাদের দলকে যোগ্য সম্মান দেওয়ার অনুরোধ থাকবে।”
উল্লেখ্য, গত বেঙ্গালুরু ম্যাচে রেফারির দৃষ্টি আকর্ষণ করেছিলেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী। যারফলে, সহজেই পেনাল্টি পেয়ে যায় সাইমনের বেঙ্গালুরু। সেখান থেকে গোল করেন ছেত্রী। তারপর প্রথমার্ধে উভয় দলের কাছে একাধিক সুযোগ আসলেও তা কাজে লাগানো সম্ভব হয়নি। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের খেলোয়াড়দের হাতে বল লাগলেও তা গুরুত্ব দেননি রেফারি। যা নিয়ে তুমুল শোরগোল পড়ে যায় সর্বত্র। এই পরিস্থিতিতে ভারতীয় রেফারিদের নিয়ে বিশেষ সক্রিয়তা দেখিয়েছে ফিফা।