এ যেন অন্য সাহাল আব্দুল সামাদ (Sahal Abdul Samad)। কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলার সময় নজরে পড়েছিলেন। আর বাগানে এসে ফুল ফুটিয়ে চলেছেন। ইতিমধ্যে চলতি ইন্ডিয়ান সুপার লীগে নিজের নামের পাশে একটি রেকর্ড গড়েছেন ভারতের আগামী দিনের সুপার স্টার।
মোহন বাগান সুপার জায়ান্টের কোচ হুয়ান ফেরান্ড বরাবর আস্থা রাখেন তরুণ খেলোয়াড়দের ওপর। তার কোচিংয়ে সবুজ মেরুন জার্সি পরে মাঠে নেমেছেন একাধিক ফুটবলার। ঘরোয়া লীগ খেলার পাশাপাশি উঠতি ছেলেদের দেশের সর্বোচ্চ ফুটবল টুর্নামেন্টেও মাঝে মধ্যে পরখ করে দেখে নেন কোচ। সামাদকে আলাদা করে যাচাই করে নেওয়ার কিছু ছিল না। কিন্তু তার প্রতিভা পালিশ করা বা ওই ঘষা মাজার কাজটা বাকি অনেকটা। সেই কাজটা করে চলেছেন বাগানের হেড স্যার।
মাঝমাঠে একটু নিচ থেকে শুরু না করিয়ে সামাদকে এখন খেলানো হচ্ছে অনেকটা ফ্রি ফুটবলার হিসেবে। ফলে নিচ থেকে ওপরে উঠে এসে আক্রমণে সাহায্য করতে পারছেন ধারাবাহিকভাবে। ক্লাবের পাশপাশি দেশের জার্সিতে অনুরূপ ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। আগের থেকে অনেক বেশি ড্রিবল করতে দেখা যাচ্ছে সাহাল আব্দুল সামাদকে।
প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, চলতি ইন্ডিয়ান সুপার লীগে ইতিমধ্যে ১৩ বার সফলভাবে ড্রিবল সম্পন্ন করেছেন তিনি। বলা বাহুল্য এটা একটা নজির। এবং এই নজির গড়ার মাধ্যমে পিছনে ফেলে দিয়েছেন টুর্নামেন্টের অনেক নামী বিদেশি ফুটবলারকে।