আগামী ২৪ অক্টোবর এএফসি কাপের ম্যাচে বাংলাদেশের শক্তিশালী দল বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan SG)। তাই এখন থেকেই জোর কদমে অনুশীলন চালাচ্ছে দুই শিবির। কলকাতায় এই মুহূর্তে দুর্গা পুজোর আমেজ থাকলেও সেদিকে মন না দিয়ে গোটা দল নিয়ে অনুশীলন করাচ্ছেন হুয়ান ফেরেন্দো।
মূলত, ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি এএফসি কাপের গ্রুপ পর্বে অপরাজিত থাকাই একমাত্র লক্ষ্য তাদের। তাই সাময়িক ছুটির পর নিজের সমস্ত খেলোয়াড়দের ভালো করে ঝালিয়ে নিচ্ছেন গতবারের আইএসএল জয়ীরা।
গতকাল থেকে বাগান অধিনায়ক শুভাশিস বোস থেকে শুরু করে মনবীর সিং ও অনিরুদ্ধ থাপার মতো ফুটবলাররা দলের সঙ্গে যুক্ত হলেও বল পায়ে মাঠে নামেননি তাদের মধ্যে কেউ। মূলত, ফিটনেস ট্রেনিংয়ের দিকেই নজর দেন প্রত্যেকে। অন্যদিকে, হুগো বুমোস থেকে শুরু করে জেসন কামিন্স হোক কিংবা দিমিত্রি পেট্রাতোস। অনুশীলন করেছেন সকলেই। এছাড়াও তার দুইভাই ট্রায়ালে আসায় বল পায়ে নজর কাড়ছেন নিয়মিত। তবে এসবের মাঝেই ম্যানেজমেন্টের নজরে রয়েছেন ভারতীয় দলের অনূর্ধ্ব ১৭ বিভাগে একটা সময় দায়িত্বে থাকা গোলকিপার।
তিনি সানি ধারিওয়াল। যিনি জাতীয় শিবিরের পাশাপাশি কানাডিয়ান লিগে খেলেছেন অনেকটা সময়। একটা সময় টিএফসি অ্যাকাডেমি থেকে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। পরবর্তীতে টরেন্টো স্কিলস ক্লাবেও খেলেন একটা মরশুম। শেষে আমেরিকান লিগেও খেলেছেন। তাই সবদিক বিবেচনা করে, তার পারফরম্যান্স দেখে পরিবর্ত গোলরক্ষক হিসেবে তাকে দলে চূড়ান্ত করতে চলেছে মোহনবাগান।