ভারতের বিশ্বকাপ অভিযান নিয়ে বড় আপডেট

লক্ষ্য ২০২৬। আগামী বিশ্বকাপকে পাখির চোখ করে এগিয়ে যেতে চাইছে ভারতীয় ফুটবল দল। সেই লক্ষ্যে ইতিমধ্যে একটু একটু করে এগোচ্ছে ভারত। সম্প্রতি একাধিক আন্তর্জাতিক ম্যাচ…

Indian Football

short-samachar

লক্ষ্য ২০২৬। আগামী বিশ্বকাপকে পাখির চোখ করে এগিয়ে যেতে চাইছে ভারতীয় ফুটবল দল। সেই লক্ষ্যে ইতিমধ্যে একটু একটু করে এগোচ্ছে ভারত। সম্প্রতি একাধিক আন্তর্জাতিক ম্যাচ ও টুর্নামেন্টে খেলেছে দল। তবে আসল পরীক্ষা এখনও শুরু হয়নি। বিশ্বকাপের আগের যোগ্যতা অর্জনকারী পরীক্ষা সম্পর্কে পাওয়া গিয়েছে বড় আপডেট।

   

বিশ্বকাপ শুরুর আগের প্রাথমিক পর্বে কঠিন পরীক্ষার মুখে ভারত। বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের প্রিলিমিনারী রাউন্ড ২ এর শক্ত গ্রুপে রয়েছে ভারতীয় দল। ভারতের গ্রুপেই রয়েছে গতবারের বিশ্বকাপ আয়োজনকারী দেশ কাতার। এছাড়াও গ্রুপ এ-তে ভারতকে মুখোমুখি হতে হবে আফগানিস্তান, কাতার ও কুয়েত।

সম্প্রতি আন্তর্জাতিক ম্যাচে বেশ কিছু উপভোগ্য মুহূর্ত তৈরি করতে পেরেছে ইগোর স্টিম্যাচের প্রশিক্ষণে থাকা দল। ফিফা ক্রম তালিকায় বেশ অনেকটা উঠে এসেছিল দল। কিন্তু ধারাবাহিকতা ধরে না রাখতে পেরে ক্রম তালিকায় ফের অবনতি হয়েছে ভারতের। ভারতের খেলায় ধারাবাহিকতা বজায় না থাকলেও সম্ভাবনা রয়েছে দলকে কেন্দ্র করে। স্কোয়াডের প্রতি বিভাগে রয়েছেন উঠতি ফুটবলার। ফর্মে রয়েছেন একাধিক খেলোয়াড়।

সুনীল ছেত্রীকে ছাড়াও ভালো কিছু মুভমেন্ট করতে পারছে দল। সম্প্রতি অতীতের পারফরম্যান্স থেকে ভারতীয় ফুটবল প্রেমীরা আফগানিস্তান, করার, কুয়েতের বিরুদ্ধে মহেশ, সামাদদের থেকে লড়াকু ফুটবল ম্যাচ দেখার ব্যাপারে আশা করতেই পারেন।