Weather: চতুর্থীর আনন্দে জল ঢালতে পারে মেঘলা আকাশ

Weather: আজ চতুর্থী চলছে দুর্গা পুজোর প্রস্তুতি। তারই মধ্যে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতার কিছু অংশে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। পুজোর আবহাওয়া এক…

Weather: চতুর্থীর আনন্দে জল ঢালতে পারে মেঘলা আকাশ

Weather: আজ চতুর্থী চলছে দুর্গা পুজোর প্রস্তুতি। তারই মধ্যে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতার কিছু অংশে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।

পুজোর আবহাওয়া এক ঝলকে-১৭, ১৮, ১৯, ২০ ও ২১ অক্টোবর মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গে কোথাও আপাতত হাল্কা থেকে ভারী, বৃষ্টির আর কোনও পূর্বাভাস নেই। আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা ক্রমেই পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং এর প্রভাবে বঙ্গোপসাগরের মধ্যভাগে ২০ অক্টোবর নাগাদ একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর বলছে, পুজোয় সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে নবমী ও দশমীতে কলকাতা সমেত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পঞ্চমীতে পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে অল্প বৃষ্টি হতে পারে। তবে সেই সম্ভাবনাও খুবই কম। গত সপ্তাহেই দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। চতুর্থী অর্থাৎ বুধবার কলকাতায় ভারী বর্ষণের সম্ভাবনা নেই। তবে ভিজবে বাংলার কিছু জেলা। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও আকাশের মুখ ভার থাকতে পারে। মেঘলা আকাশ চতুর্থীর মেজাজে জল ঢালতে পারে।

Advertisements

১৭ অক্টোবর মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। ১৮ ও ১৯ অক্টোবর বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। ২০ অক্টোবর শুক্রবার দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। ২১ অক্টোবর শনিবার উত্তর বঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।

গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় কলকাতায় কোন ও বৃষ্টি হয়নি।