কুলতলিতে ব্যবসায়ীদের গাড়ি থামিয়ে লুঠপাঠ। গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। রক্তাক্ত পরিস্থিতি। দুর্গা পুজোর আগে ভয়াবহ ডাকাতি হলো দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে।
কুলতলিতে গাড়ি থামিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা লুঠ করার অভিযোগ। গতকাল রাতে একদল ব্যবসায়ী কলকাতার উদ্দেশ্যে বেরিয়েছিলেন। মূলত মুদিখানার সামগ্রী কিনতে তারা আসছিলেন। কুলতলি থানা থেকে ৪ কিলোমিটার দূরে ডাকাতদের হামলা হয়। গাড়ি থামিয়ে লুঠ করা হয় ৭ লক্ষ টাকা।
খবর দেওয়া হয় কুলতলি থানায়। বাইকে করে দুষ্কৃতীরা এসেছিল। সিসিটিভি দেখে তাদের চিহ্নিত করার কাজ চলেছে। এই ঘটনায় জেলার ব্যবসায়ী মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। পুজোর মুখে এত বড়ো ডাকাতি চিন্তার ভাঁজ ফেলছে। ঘটনাটি তদন্ত করে খতিয়ে দেখছে কুলতলি থানার পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। চিহ্নিত করার কাজ চলছে। খুব শীঘ্রই তাদের চিহ্নিত করা যাবে বলে মনে করছে পুলিশ।
এর আগেও একদল দুষ্কৃতী এরকম কাজ করেছিল। পুজোর মুখে ডাকাতির ঘটনায় সেই গ্যাং জড়িত কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের তড়িঘড়ি গ্রেফতার করা দাবি জানাচ্ছে ব্যবসায়িক মহল।