ELECTION: ৪০০ টাকায় রান্নার গ্যাস দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

তেলেঙ্গানা, ছত্তিশগড়, রাজস্থান, মধ্য়প্রদেশ এবং মিজোরাম।পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটের দিন ঘোষণা হতেই ময়দানে সব রাজনৈতিক দল। ক্ষমতা ধরে রাখতে মরিয়ার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর…

ELECTION: ৪০০ টাকায় রান্নার গ্যাস দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

তেলেঙ্গানা, ছত্তিশগড়, রাজস্থান, মধ্য়প্রদেশ এবং মিজোরাম।পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটের দিন ঘোষণা হতেই ময়দানে সব রাজনৈতিক দল। ক্ষমতা ধরে রাখতে মরিয়ার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। নির্বচনী ইস্তেহারে এবার দিলেন বড়সড় চমক।

রবিবার ভারত রাষ্ট্রীয় সমিতির ইস্তেহার প্রকাশ করলেন দলের প্রধান কে চন্দ্রশেখর রাও। নির্বাচনী ইস্তেহারে বলা হয়েছে, দল ক্ষমতায় ফিরলে তেলেঙ্গানাবাসীদের ৪০০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। রাজ্যের প্রত্যকে ১৫ লক্ষ টাকার জীবনবীমার আওতায় আনা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন বিআরএস প্রধান।

কেসিআর আরও ঘোষণা করেছেন যে প্রবীণ নাগরিক, বিধবা এবং প্রতিবন্ধীদের জন্য সামাজিক পেনশন আগামী কয়েক বছরে পর্যায়ক্রমে প্রতি মাসে ২,০১৬ টাকা থেকে বাড়িয়ে ৫,০০০ টাকা করা হবে।প্রতিবন্ধীদের জন্য সামাজিক সুরক্ষা পেনশন প্রতি মাসে ৬,০০০ টাকা করা হবে। ১১৯টি আবাসিক স্কুল, সংখ্য়ালঘুদের জন্য আবাসিক কলেজ চালু করার কথা জনিয়েছেন। রাজ্যের শিশুদের জন্য অনাথ নীতিতে নানা সুবিধা, এবং জুনের মধ্যে প্রত্যেক রেশন কার্ডধারীদের চাল দেওয়ার ঘোষণাও করেছেন।

Advertisements

উল্লেখ্য, অগাস্টে সবার আগে তেলাঙ্গানার ১১৯টি আসনের মধ্যে ১১৫টি-তে বিআরএস প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন কেসি রাও। ৫-৬ জনকে বিধায়কদের বাদ দিলেন প্রায় সবাইকে প্রার্থী করেছে বিআরএস। তেলঙ্গানায় নির্বাচন ৩০ নভেম্বর। ৩ ডিসেম্বর ভোটের ফলপ্রকাশ করা হবে।