World Cup: বাংলাদেশকে হারিয়ে পরপর তিন ম্যাচ জিতল নিউজিল্যান্ড

পরপর তিন ম্যাচে জয়। বিশ্বকাপে (World Cup) জয়ের হ্যাটট্রিক নিউজিল্যান্ডের। অপ্রতিরোধ্য দেখাচ্ছে কিউইদের। শুক্রবার সন্ধ্যায় তারা পরাস্ত করেছে বাংলাদেশকে। Advertisements এবারের বিশ্বকাপ জয়ের একাধিক দাবিদার।…

New Zealand-Bangladesh

পরপর তিন ম্যাচে জয়। বিশ্বকাপে (World Cup) জয়ের হ্যাটট্রিক নিউজিল্যান্ডের। অপ্রতিরোধ্য দেখাচ্ছে কিউইদের। শুক্রবার সন্ধ্যায় তারা পরাস্ত করেছে বাংলাদেশকে।

Advertisements

এবারের বিশ্বকাপ জয়ের একাধিক দাবিদার। নিউজিল্যান্ডকে কালো ঘোড়া বলছেন অনেকে। গতবারের বিশ্বকাপে আইসিসির বিতর্কিত নিয়মের জেরে রানার্স আপ হতে হয়েছিল তাদের। চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বিশ্বকাপ ২০২৩ এর প্রথম ম্যাচে হারিয়েছে ব্ল্যাক ক্যাপরা। পরের দুটি ম্যাচে নেদারল্যান্ডস এবং বাংলাদেশের বিরুদ্ধে জয় নিশ্চিত করেছে দল। বাংলাদেশের বিরুদ্ধে ৪৩ বল বাকি থাকতে জিতেছে নিউজিল্যান্ড। মাত্র দুটি উইকেট নিতে পেরেছিলেন বাংলাদেশের বোলাররা।

   

শুক্রবার এমএ চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও নিউজিল্যান্ড। পেস বোলার লকি ফার্গুসন কার্যত একার হাতে ধসিয়ে দিয়েছেন বাংলাদেশের টপ ব্যাটিং অর্ডার। তিনিই হয়েছেন ম্যাচের সেরা। দুটি করে উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের অপর দুই পেস বোলার ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলতে পেরেছিল ২৪৫ রান।

Advertisements

২৪৫ রান লড়াকু স্কোর। ফর্মে থাকা নিউজিল্যান্ডের কাছে অবশ্য কিছুই না। যে উইকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের নড়বড়ে দেখিয়েছে, সেই উইকেটেই ঝড় তুললেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। দ্যারেল মিচেল অপরাজিত রইলেন ৮৯ রানে। ৭৮ রান করেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ওপেনার ডেভন কনওয়ে খেলেছেন ৪৫ রানের ইনিংস।