জাতীয় স্তরে প্রমাণ করার আরও একটা সুযোগ পেয়ে গেলেন কলকাতার এক ফুটবলার। ভারতীয় ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাবে যোগ দিয়েছেন কলকাতা তথা বাংলার খেলোয়াড়। খেলেছেন কলকাতার একাধিক নামী ক্লাবে।
ফৈজল আলির (Faisal Ali) নাম হয়তো অনেকে শুনেছেন। কলকাতার ক্রীড়া প্রেমীদের অনেকে হয়তো এই ছেলেটির খেলাও দেখেছেন। ময়দানে নামকরা একাধিক ক্লাবে খেলেছেন ২৩ বছর বয়সী এই উঠতি খেলোয়াড়। মাঠের একাধিক পজিশনে খেলার দক্ষতা রয়েছে তার। খেলেন মূলত মাঝমাঠে। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলার পাশাপাশি উইঙ্গার হিসেবেও খেলতে পারেন ফৈজল আলি। সম্প্রতি খেলেছেন বাংলার অন্যতম প্রধান ক্লাব মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে।
চার্চিল ব্রাদার্স ফৈজল আলিকে দলে নিয়েছে। এবার বেশ ভালো দল গড়েছে চার্চিল। প্রথমে একাদশে জায়গা করে নিতে হলে ফৈজলকে যথেষ্ট মেহনত করতে হবে। নিজের নামের প্রতি সুবিচার করতে পারলে হতে পারেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। আক্রমণ গড়ার পাশাপাশি গোল চেনেন ফৈজল। মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে একাধিক গোল করেছেন। মহামেডান স্পোর্টিং ক্লাবে খেলেছেন দুই দফায়। এছাড়া খেলেছেন কলকাতার ভবানীপুর ক্লাবে ও বেঙ্গালুরুতে।
সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যে ফৈজল আলিকে দলে নেওয়ার কথা জানিয়েছে চার্চিল ব্রাদার্স। ক্লাবের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘প্রিন্স অফ কলকাতাকে স্বাগত।’