তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানিয়ে দিলেন রাজভবনের সামনে ধর্না কর্মসূচি আপাতত স্থগিত। রাজ্যপাল আমাদের সাথে দেখা করে জানান তিনি দিল্লি গিয়ে জবকার্ড হোল্ডারডের পাওনা টাকা নিয়ে কথা বলবেন। এরপর দলনেত্রীকে সব জানাই। তিনি বলেন সৌজন্য দেখাতে। তাই ধর্না আপাতত উঠল। যদি কোনও ফল না আসে ফের শুরু হবে ধর্না।
৫ দিন পর ধর্না তুলে নিল তৃ়ণমূল। অভিষেক বলেন যদিো ৩১ অক্টোবর পর্যন্ত সুরাহা না হয় তাহলে ১ নভেম্বর থেকে ফের রাজভবনের সামনে ধর্না হবে। রাজ্যপাল দিল্লি গিয়ে কথা বলবেন বলে আমাদের জানিয়েছেন।
বিকেলে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় সহ তৃণমূলের ৩০ জন প্রতিনিধি। যে চিঠি দিল্লির কৃষিভবনে জমা দিতে গিয়ে ব্যর্থ হয়েছিলে অভিষেক সোমবার সেটি রাজ্যপালের দফতরে জমা করা হয়।