ISL Friday Clash: আগের ম্যাচেরটা কোনো ফ্লুক ছিল না। শুক্রবার সেটা প্রমাণ করে দিলেন পার্থিব গগৈ। কুড়ি বছর বয়সী এই ভারতীয় ফরোয়ার্ড যত দিন যাচ্ছে ততই মুগ্ধ করছেন ফুটবল প্রেমীদের। পঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচের পর প্রত্যাশা আরও খানিকটা বাড়িয়ে দিলেন তিনি। প্রত্যাশা থাকবে নর্থইস্ট ইউনাইটেডকে কেন্দ্র করেও।
শুক্রবার পঞ্জাব এফসির বিরুদ্ধে জেতা ম্যাচ মাঠে ফেলে এক নর্থইস্ট ইউনাইটেড। একাধিক নিশ্চিত গোল মিস করেছে ক্লাব। একাধিক গোলে ম্যাচ জিততে পারত নর্থইস্ট। একবার বল লাগল ক্রস বারে, একবার পেনাল্টি মিস। শেষ পর্যন্ত ম্যাচের ফল ১-১। উল্লেখযোগ্য হয়ে রইল পার্থিব গগৈয়ের আরও একটা বিশ্ব মানের গোল। প্রতিপক্ষের পেনাল্টি বক্সের বাইরে থেকে গোলার মতো নেওয়া শটে বল জড়িয়ে দিয়েছিলেন জালে। গত শুক্রবারের ম্যাচে চেন্নাইয়িন এফসির এরকম একটি গোল করেছিলেন তিনি।
পার্থিবের সঙ্গে আক্রমণভাগে নর্থইস্ট ইউনাইটেডের বিদেশি ফুটবলার নে বোঝাপড়া বারবার চোখে পড়েছে। নেস্তর নিজের বড় চেহারাকে কাজে লাগিয়ে জায়গা করে দিচ্ছিলেন পার্থিবের জন্য। সেখান থেকে হয়েছে গোল। নেস্তর নিজেও এদিন একাধিক গোল করতে পারতেন।
চলতি ইন্ডিয়ান সুপার লীগে ইতিমধ্যে তিনটি ম্যাচ খেলা হয়ে গেল নর্থইস্ট ইউনাইটেডের। চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে দল। গত কয়েক মরসুমের তুলনায় এবার আরও ভালো ফুটবল খেলার ইঙ্গিত দিচ্ছে বেনালির প্রশিক্ষণে থাকা দল।