ক্রিকেট বিশ্বকাপে (World Cup Cricket) অভিযান শুরুর আগে বাংলাদেশ জাতীয় দলের কাছে এসেছে আশ্চর্য অভিনন্দন। এতে লেখা চ্যাম্পিয়নসত্তা জয়ের বন্দরে পৌঁছে দেবে। এই বার্তা এসেছে ফুটবল বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার তরফে। বিসিবি সূত্রে সংবাদ ছড়িয়ে পড়তেই ক্রীড়া পরিসংখ্যান ও তথ্যবিদরা বলছেন এভাবে কোনও ফুটবল বিশ্বকাপ জয়ী দলের তরফে ক্রিকেট বিশ্বকাপে অংশ নেওয়া দেশকে অভিনন্দন পাঠানো বেনজির ঘটনা। এদিকে আবেগে ভাসছেন বাংলাদেশি ক্রিকেটাররা। খোদ বিশ্বজয়ী মেসির দেশ আর্জেন্টিনার তরফে এসেছে অভিনন্দন বার্তা।
বাংলাদেশ ও আর্জেন্টিনা দুটি দেশ বিশ্ব সেরার তকমা পেতে বিশ্বকাপে অংশ নেয়। তিনবারের ফুটবল বিশ্বসেরা আর্জেন্টিনা। ক্রিকেটে এখনও বিশ্বজয়ী না হলেও বাঘা বাঘা দলকে বারবার হারিয়ে সমীহ জাগানো নাম বাংলাদেশ।ভারতে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে এবারও আলোচিত বাংলাদেশ। এবারের বিশ্বকাপে শনিবার তাদের প্রথম খেলা আফগানিস্তানের বিরুদ্ধে। ম্যাচের আগে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল পাঠাল অভিনন্দন।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তাদের ভেরিফায়েড ফেসবুক পাতায় লিখেছে আইসিসি বিশ্বকাপ ২০২৩-এ বাংলাদেশ ক্রিকেট দলের যাত্রা শুরুর আগে তাদের জন্য শুভকামনা। চ্যাম্পিয়ন সত্তা তাদের জয়ের বন্দরে নিয়ে যাবে।
বাংলাদেশ জাতীয় দল নির্বাচনের আগে তুমুল বিতর্কিত পরিবেশে বাদ পড়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যাটসম্যান তামিম ইকবাল। শাকিব-তামিম দ্বন্দ্বে জর্জরিত দল। এর মাঝে আর্জেন্টিনার অভিনন্দন বার্তায় আলোড়িত টিম শাকিব খান।
প্রতি ফুটবল বিশ্বকাপের আসরে বাংলাদেশ দুভাগে বিভক্ত হয়। আর্জেন্টিনা ও ব্রাজিল শিবিরের এই ভাগাভাগিতে সংখ্যাগুরু আর্জেন্টিনা। বাংলাদেশ জুড়ে আর্জেন্টিনার পতাকা ছেয়ে যায়। এবারের কাতার ফুটবল বিশ্বকাপে সেই উন্মাদনা এতটাই তীব্র ছিল যে গোটা বিশ্বে বাংলাদেশিদের আর্জেন্টিনা প্রেম ছিল আলোচিত। ফুটবল বিশ্বকাপ চলা কালীন আর্জেন্টিনা জাতীয় দলের তরফে এই আবেগকে সম্মান জানিয়ে বাংলাদেশের পতাকা সহ মেসির একটি ছবি মিম আকারে প্রকাশ করা হয়েছিল।
এতে আলোড়িত হয়েছিল বিশ্ব॥ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর আর্জেন্টিনা সরকারকে বিশেষ অভিনন্দন জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তৈরি হবে বলে ঘোষণা করা হয়। এছাড়াও আর্জেন্টিনা দলটি বাংলাদেশ সফরে আসবে বলে আলোচনা চলছে।