আর মাত্র হাতে গোনা কয়েকদিন, তার পরেই (Durga Puja) দুর্গা পুজো। তবে বেশ কয়েকদিন ধরেই আকাশ ভর্তি মেঘ। যার ফলে উৎসব নিয়ে দুশ্চিন্তায় রাজ্যবাসী। অবাধ বর্ষণের ফলে রাজ্যের একাধিক জেলা জলমগ্ন। আবহাওয়া দফতর সূত্রে খবর, ভারী বৃষ্টি থেকে আপাতত মুক্তি। যে নিম্নচাপের প্রভাবে এত বৃষ্টি হয়েছে, সেই নিম্নচাপ অবশেষে বাংলাদেশের দিকে এগোতে শুরু করেছে বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গ শুকনো হবে কিন্তু বাংলাদেশে শারদ উৎসবে জল ঢালবে মেঘ।
অন্যদিকে, বন্যা কবলিত সিকিমেও শুক্রবার থেকে আবহাওয়ার বেশ কিছুটা উন্নতি হয়েছে। স্থগিত বৃষ্টিপাত। পুরোদমে চালানো হচ্ছে উদ্ধার কাজ। আপাতত সে রাজ্যে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুর্যোগের ফলে উৎসবের সময় পর্যটনে ধাক্কা লাগবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আজ থেকেই আবহাওয়ার বদল নজরে আসবে। আজ থেকেই বেশ কিছু জায়গায় দেখা মিলবে রোদের। আবার কিছু জায়গায় বিরাজমান থাকবে মেঘ। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে। তবে শনিবার থেকে রাজ্যের দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। তবে বাংলাদেশ লাগোয়া দক্ষিণবঙ্গের অংশে নিম্নচাপের প্রভাবও আজও কিছুটা থাকবে বলে জানা গিয়েছে।
এই মুহূর্তে বৃষ্টিপাতের হাত থেকে মুক্তি পাচ্ছে না উত্তরবঙ্গ। উত্তরের দুই জেলায় শুক্রবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আশার খবর হল, শনিবার থেকে উত্তরেও কমবে বৃষ্টি। শনিবারের মধ্যে আরও পূর্বে অর্থাৎ বাংলাদেশের দিকে শক্তি কমিয়ে সরে যাবে নিম্নচাপ। ফলে বাংলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বেশিরভাগ বৃষ্টি হবে বাংলাদেশ ও উত্তর-পূর্ব ভারতে।