বর্তমানে এবারের ইন্ডিয়ান সুপার লিগে ও দারুণ ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। গত ২৩ তারিখ টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাঞ্জাব এফসিকে হারায় গতবারের আইএসএল জয়ী এই ফুটবল দল। তারপর দ্বিতীয় ম্যাচে সুনীলবিহীন বেঙ্গালুরু এফসিকে ও বড় ব্যবধানে হারায় কলকাতার এই প্রধান।
যারফলে, দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করে রেখেছে সবুজ-মেরুন ব্রিগেড। এবার সেই স্থানেই নিজেদের পাকা করার লড়াই হুগো বুমোসদের। আগামীকাল, রাতের দিকে চেন্নাইয়িনএফসির ঘরের মাঠে নিজেদের ম্যাচ খেলবে মোহনবাগান দল। এই ম্যাচ যে কোনোমতেই সহজ হবে না তা ভালোই বুঝতে পারছেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো।
সেজন্য গতকাল গোটা দলকে নিয়ে বিশেষ অনুশীলন করান ফেরেন্দো। আসলে একটানা বহু ম্যাচ খেলার ফলে খেলোয়াড়দের ফিটনেসের দিকে বিশেষ নজর দেন স্প্যানিশ কোচ। সেজন্য প্রথমদিকে বেশ কিছুক্ষণ ফিটনেস ট্রেনিং করেন সবুজ-মেরুন ফুটবলাররা। তারপর ফেরেন্দো দলের ফুটবলারদের দুটো দলে ভাগ করে পাসিং ফুটবল খেলার নির্দেশ দেন। সাথে সাথেই তারা ঝালিয়ে নিতে থাকেন রক্ষন ও আক্রমণভাগ। সেইসাথে পৃথকভাবে গোলকিপার কোচের কাছে অনুশীলন করতে থাকেন বিশাল কাইথ ও আর্শ আনোয়াররা। এই ম্যাচ যে যথেষ্ট কঠিন হবে তা ভালোই আন্দাজ করছেন সাহাল আবদুল সামাদ থেকে শুরু করে অনিরুদ্ধ থাপারা।
ম্যাচের আগেরদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অনিরুদ্ধ থাপা বলেন, “চেন্নাইয়িন দলের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। বহু স্মৃতি জড়িয়ে আছে এই দলের সাথে। তবে আমি এখন মোহনবাগান দলের ফুটবলার। একজন পেশাদার ফুটবলার হিসেবে দলের জয় এনে দেওয়ার লক্ষ্য নিয়েই আমি মাঠে নামবো।”
উল্লেখ্য, গত ফুটবল মরশুমে চেন্নাইয়িন দলের জার্সিতে মাঠ কাপিয়ে ছিলেন অনিরুদ্ধ থাপা। দলের পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও যথেষ্ট ভালো খেলেছিলেন তিনি। তাই নতুন মরশুমে এই তারকা ফুটবলারকে দলে টেনে নেয় মোহনবাগান ব্রিগেড। এবার নিজের পুরোনো দলের বিপক্ষে কতটা কালারফুল থাকেন এই তারকা এখন সেটাই দেখার।