গত ২৩ তারিখ থেকে ইন্ডিয়ান সুপার লিগে নিজেদের অভিযান শুরু করেছে গতবারের চ্যাম্পিয়নরা। নির্ধারিত সময়ের শেষে ৩-১ গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস। গোল করেছিলেন জেসন কামিন্স থেকে শুরু করে দিমিত্রি পেট্রাতোস ও মনবীর সিংয়ের মতো দাপুটে ফুটবলাররা।
যারফলে এখন লিগ টেবিলের শীর্ষে রয়েছে মোহনবাগান। আগামীকাল তাদের আইএসএলের দ্বিতীয় ম্যাচ। যেখানে তাদের খেলতে হবে শক্তিশালী বেঙ্গালুরুর এফসির বিপক্ষে। এবার সেই ম্যাচে ও তিন পয়েন্ট সংগ্ৰহ করেই মাঠ ছাড়তে চান বাগান কোচ হুয়ান ফেরেন্দো। সেইজন্য গত কয়েকদিন জোর কদমে অনুশীলন চালিয়েছে গোটা দল। আসলে লড়াইটা যে খুব একটা সহজ হবে না তা ভালোই বুঝতে পারছেন সকলে।
আরও পড়ুন: Juan Ferrando: হ্যাটট্রিক বয় কিয়ান নাসিরি সম্পর্কে মন্তব্য গুরু ফেরান্ডোর
তাছাড়া গত ম্যাচে কার্ড ইস্যুর জন্য অনিরুদ্ধ থাপা না থাকার জন্য গ্লেন মার্টিনসকে সামনে রেখেই লড়াই চালাতে হয়েছিল বাগান শিবিরকে। তবে এই তারকা ফুটবলারের পারফরম্যান্সে একেবারেই খুশি ছিলেন না বাগানের হেড কোচ। তাই দ্বিতীয় ম্যাচে ভারতীয় তারকা অনিরুদ্ধ থাপা যে দলে ফিরবেন তা এক প্রকার নিশ্চিত। সেক্ষেত্রে মাঝমাঠ যে আরও শক্তিশালী হবে সবুজ-মেরুনের তা কিন্তু বলাই চলে। অন্যদিকে, বেঙ্গালুরু এফসির তুরুপের তাস হতে পারেন দলের দুই বিদেশি ফুটবলার। যাদের দিকে তাকিয়ে সকলে। তাই সবদিক বিবেচনা করেই আজ ম্যাচের আগেরদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে যথেষ্ট সাবধানী থাকেন বাগান কোচ।
সুনীলবিহীন বেঙ্গালুরু যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার ইঙ্গিত ও দিয়ে গেলেন তিনি। ফেরেন্দো বলেন, সুনীল ছেত্রীর অনুপস্থিতিতে কোনো রকম ভাবেই প্রভাব আসবে না বেঙ্গালুরু দলের ক্ষেত্রে। গতবারের থেকে ও এবার যথেষ্ট শক্তিশালী দল নিয়ে লড়াই করতে এসেছে তারা। এছাড়াও গত মরশুমের তিনটি টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এবার ও যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলার রয়েছে তাদের দলে যারা ম্যাচের রঙ বদলে দিতে পারে যেকোনো মুহুর্তে। পাশাপাশি নিজের দলের প্রসঙ্গে প্রশ্ন করা হলে স্প্যানিশ কোচ বলেন, দলের খেলায় তিনি এখনি সেভাবে খুশি না হতে পারলেও ছেলেদের চেষ্টায় যথেষ্ট আশাবাদী তিনি।