আজ বিকেল থেকেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে নিজেদের আইএসএল (ISL) অভিযান শুরু করতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে জামশেদপুর এফসি। গত মরশুমের মতো এবারও তাদের সাথে খেলেই টুর্নামেন্ট শুরু করবে কলকাতা ময়দানের এই প্রধান। সেই জন্য গত কয়েকদিন ধরেই কোচের নির্দেশ মেনে ব্যাপক অনুশীলন চালিয়েছে গোটা দল।
এমনকি আইএসএলের পাশাপাশি আইলিগের দলগুলির সাথে প্রি-সিজন ও করেছে লাল-হলুদ শিবির। এবার মাঠে নামার অপেক্ষা। গতকাল ম্যাচ নিয়ে যুবভারতী স্টেডিয়ামে সাংবাদিক বৈঠক করেন দলের স্প্যানিশ কোচ। সেখানে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখায় তাকে। মূলত আইএসএলের প্রথম ম্যাচ হলেও সেখান থেকে তিন পয়েন্ট তুলতে মরিয়া আইএসএল জয়ী এই কোচ।
তবে আজকের এই ম্যাচে কেমন একাদশ সাজাতে পারেন কুয়াদ্রাত? যতদূর জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো আজও দলের তিন কাঠি সামাল দেবেন প্রভসুখন সিং গীল। পাশাপাশি দলের লেফট ব্যাকে থাকতে পারেন নিশু কুমার। আর রাইট ব্যাকে পুরোনো তারকা হরমোনজোত সিং খাবরা। পাশাপাশি দুই সেন্টার ব্যাক হিসেবে থাকতে পারেন গুরসিমরত গীল আর অ্যান্তোনিও পার্দো লুকাস।
সেইসাথে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে থাকতে পারেন সৌভিক চক্রবর্তী ও সাউল ক্রেসপো। আবার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন বোরহা হেরেরা। এছাড়াও দুই উইঙ্গার তথা নন্দকুমার শেখর ও নাওরেম মহেশ সিং আজও থাকবেন অপরিবর্তিত হিসেবে।
🚨𝐔𝐏𝐃𝐀𝐓𝐄 🚨
The WB Govt. has promised to ensure sufficient means of transportation for the spectators after tonight’s #ISL match, on #EastBengal’s request! 🙏#AmagoFans, if you haven’t collected your tickets yet, you still have time to do so! 🎟#JoyEastBengal… pic.twitter.com/LR5pc9xeKr
— East Bengal FC (@eastbengal_fc) September 25, 2023
এছাড়া গোল করার দায়িত্বে থাকবেন স্প্যানিশ তারকা জাভিয়ের সিভেরিও টোরো। এছাড়াও প্রয়োজন মতো ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভাকে ও মাঠে নামিয়ে গোলের সংখ্যা বাড়ানোর কথা ভাবতে পারেন কুয়াদ্রাত। পাশাপাশি দলের তারকা ডিফেন্ডার তথা লালচুংনুঙ্গা জাতীয় শিবিরের হয়ে খেলায় তার বিকল্প হিসেবে আজ কোচের নজর থাকছে গুরসিমরতের দিকে।