কানাডায় বসবাসকারী খালিস্তানপন্থী নেতা যারা ভারতের নজরে জঙ্গি তাদের পরপর অস্বাভাবিক মৃত্যু হচ্ছে। কানাডা সরকারের অভিযোগ, ভারতের গুপ্তচর সংস্থা ‘র’ এই খুনগুলিতে জড়িত। কোনওভাবেই ‘র’ কার্যকলাপ বরদাস্ত করা হবে না। ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক বিতর্ক তীব্র। এই আবহে খালিস্তানপন্থী সংগঠনগুলি পাঞ্জাবে নাশকতা চালাতে পারে এমনই আশঙ্কা থেকে জারি হলো লাল সতর্কতা। অভিযোগ,পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই সরাসরি মদত করে খালিস্তানপন্থীদের।
সম্প্রতি খালিস্তানি উগ্র আন্দোলনে গরম হয়েছিল পাঞ্জাব। থানা আক্রান্ত হয়। খালিস্তানপন্থী নেতা অম়ৃতপাল সিং দীর্ঘ সময় আত্মগোপনে থেকে পরে ধরা পড়ে। সে অসমের ডিব্রুগড় জেলে বন্দি। অমৃতপাল সিংয়ের বিরুদ্ধে অভিযানের সময় খালিস্তানপন্থী জঙ্গি নেতা তথা শিখ ফর জাস্টিস সংগঠন প্রধান গুরপতওয়ান সিং পান্নুন বারবার ভারতে হুমকি বার্তা পাঠিয়েছিল। এবারও কানাডায় খালিস্তানপন্থী নেতাদের খুন করেছে ভারতীয় এজেন্টরা বলে অভিযোগ করেছে পান্নুন। এই শিখ জঙ্গি নেতা কানাডা থেকে ভারতীয় হিন্দুদের চলে যেতে বলেছে।
কানাডা ও ভারতের মধ্যে চলছে কূটনৈতিক সংঘাত। কানাডা সরকারের অভিযোগ, যে সব শিখ নেতারা মৃত তারা কানাডার নাগরিক। এই মৃত্যুগুলির পিছনে ভারতের এজেন্টরা জড়িত। কানাডার পরিস্থিতির প্রভাব পড়ছে পাঞ্জাবে। খালিস্তান বিতর্কে হাই অ্যালার্টে পাঞ্জাবে। রাজ্য পুলিশ গ্যাংস্টার গোল্ডি ব্রারের বিরুদ্ধে তদন্ত শুরু করার পরে পাঞ্জাব হাই অ্যালার্ট জারি করা হয়েছে। গোল্ডি ব্রার গ্যাংস্টারদের মধ্যে একজন, যাদের বিরুদ্ধে খাসিস্তানপন্থী জঙ্গি সংগঠন বাব্বর খালসা ইন্টারন্যাশনালের সাথে সম্পর্ক থাকার অভিযোগ রয়েছে। গায়ক এবং কংগ্রেস সাংসদ সিন্ধু মুসেওয়ালা হত্যার প্রধান অভিযুক্ত গোল্ডি। সে কানাডায় রয়েছে।