বর্তমানে বিদেশ সফরে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের উদ্দ্যেশ্যে রওনা হওয়ার আগে মুখমন্ত্রী জানিয়েছিলেন লগ্নি আনতেই তাঁর এই সফর। প্রথমে স্পেন এবং তারপর দুবাই-য়ে সফর সেরে রাজ্যে ফিরবেন মুখ্যমন্ত্রী। ১২ সেপ্টেম্বর স্পেনের উদ্দেশে রওনা হন মমতা বন্দ্যোপাধ্যায়। ১১ দিন হয়ে গিয়েছে তাঁর স্পেনে সফর। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানতে চান যে এই ১১ দিনের সফরে কত খরচ হয়েছে। মন্তব্য মনে করছেন যে ১১ দিনের সফরের খরচ জানার অধিকার রয়েছে রাজ্যের মানুষের।
একাধিক প্রশ্নের উত্তর চেয়ে আরটিআই করেছেন শুভেন্দু অধিকারী। সেই সম্পর্কে শুভেন্দু অধিকারী টুইটার তথা এক্স মাধ্যমে পোস্ট করেছেন সেই আবেদনপত্র। তিনি দাবি করেছেন যে ঋণে জর্জরিত রাজ্য, কোষাগারের টানাটানি অবস্থার মধ্যেও এত বিপুল খরচ কীভাবে করা হচ্ছে, তা জানা প্রয়োজন রয়েছে। শুভেন্দু অধিকারী তথ্য চেয়েছেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতর, তথ্য ও সংস্কৃতি দফতর ও পর্যটন দফতরের কাছে।
শুভেন্দু অধিকারী অনেকগুলো প্রশ্ন করেছেন আরটিআই-য়ের মাধ্যমে। তিনি জানতে চেয়েছেন যে মমতার বিদেশ সফরে কতজন গিয়েছেন মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে? সেই সফরসঙ্গীদের নাম ও পদ কী কী? এই সফরে কারা মুখ্যমন্ত্রীর সঙ্গী হবেন, তা কীসের নিরিখে বাছা হয়েছে? কতজন শুরু থেকে সফরসঙ্গী না হলেও, মাঝপথে যোগ দিয়েছেন?
There has been some public hue & cry regarding Hon'ble Chief Minister Mamata Banerjee's 11 day trip to the United Arab Emirates & Spain. Especially, it has been an issue of public debate that, who accompanied her and in what capacity. Also the expenditure of this "Official" trip… pic.twitter.com/MuUf3LkOEd
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) September 21, 2023
শুভেন্দু অধিকারী আরটিআই-য়ের মাধ্যমে বিদেশ সফরের খরচ নিয়ে জানতে চেয়েছেন। তিনি জানতে চেয়েছেন যে ১১ দিনের বিদেশ সফরের মোট খরচ কত? বিমানের ভাড়া, হোটেলে থাকার খরচ, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার খরচ ও অন্যান্য সব খরচের হিসেব চাওয়া হয়েছে আরটিআই-য়ের মাধ্যমে।