গত কয়েকদিন আগেই মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) খেলা দেখতে এসে প্রান হারান ময়দানের পরিচিত মুখ শেখ সিরাজউদ্দিন। যা নিয়ে শোকস্তব্ধ হয়ে ওঠে কলকাতা ময়দান। পরবর্তীতে তার পরিবারের পাশে দাঁড়াতে খিদিরপুরে গিয়ে তার ছেলে মেহরাজউদ্দিনের সঙ্গে দেখা করেন সাদা-কালো কর্তা সহ এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে।
এমনকি পরিবারের কথা মাথায় রেখে তার ছেলেকে একটি সাময়িক চাকরি দেওয়ার ও প্রতিশ্রুতি দেন তিনি। তবে এখানেই শেষ নয়। এবার তার পরিবারের পাশে দাঁড়াতে বিশেষ ব্যবস্থা করল আইএফএ সহ কলকাতার এই প্রধান।
উল্লেখ্য, আগামী ১৭ তারিখ প্রিমিয়ার ডিভিশন লিগে সুপার সিক্সের লড়াইয়ে নামছে মহামেডান স্পোর্টিং ক্লাব। যেখানে তাদের প্রতিপক্ষ খিদিরপুর ফুটবল ক্লাব। জানা গিয়েছে, এই ম্যাচের সমস্ত টিকিট ৫০ টাকা করে ধার্য করা হয়েছে। তবে এই ম্যাচের টিকিট বিক্রি হওয়ার সমস্ত টাকাই নাকি প্রদান করা হবে ময়দানের সেই পরিচিত সিরাজ ভাইয়ের ছেলের হাতে।
এছাড়াও যতদূর জানা গিয়েছে, আগামী ২০,২৩, ২৬, ও ২৯ তারিখ সুপার সিক্স খেলতে হবে সাদা-কালো ফুটবলারদের। এক্ষেত্রে প্রতিটি দলের সঙ্গে হবে একটি করে ম্যাচ। আগামী কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হবে পূর্নাঙ্গ সময়সূচী।