মোহনবাগানের বউনিটা ভালই হল: দেবাশিস দত্ত

নতুন মরসুম এবং ইস্টবেঙ্গল প্রসঙ্গে ফের প্রশ্ন করা হয়েছিল মোহনবাগান ক্লাবের সচিব দেবাশীষ দত্তকে (Mohun Bagan Club Secretary, Debashish Dutta)।

Debasish Dutta

Durand Cup জয়ের পর এখন আলোচনার কেন্দ্র বিন্দুতে মোহন বাগান সুপার জায়ান্ট। আগামী দিনে রয়েছে AFC ম্যাচ। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। এরই মধ্যে নতুন মরসুম এবং ইস্টবেঙ্গল প্রসঙ্গে ফের প্রশ্ন করা হয়েছিল মোহনবাগান ক্লাবের সচিব দেবাশীষ দত্তকে (Mohun Bagan Club Secretary, Debashish Dutta)।

Advertisements

ক্লাব তাঁবুতে বসে মোহন সচিব দেবাশীষ দত্ত বলেছেন, “এই বছরটা ক্লাবের ইতিহাসে ঐতিহাসিক বছর। এ বছরের শুরুতে আমরা ইন্ডিয়ান সুপার লীগ জিতেছি। ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছি, হকি লিগে চ্যাম্পিয়ন হয়েছি, Durand Cup জিতলাম, অ্যাথেলেটিক্সেও মোহনবাগান সেরা হয়েছে। এ বিভাগে মোহনবাগান আগেও ট্রফি জিতেছে, কিন্তু একই বছরে এতোগুলো বিভাগে খেতাব এমনটা বোধহয় আগে হয়নি… সব মিলিয়ে বলা যায় এ বছর বউনিটা ভালো হয়েছে।”

   

ইস্টবেঙ্গলকে কোনোরকম পাত্তা না দিয়ে তিনি বলেছেন, “ওদেরকে সময় দেওয়ার মতো সময় আর আমাদের নেই। ইস্টবেঙ্গলকে হারিয়েই আমরা চ্যাম্পি়নশিপ জিতেছি। আগামী দিনে AFC কাপের ম্যাচ রয়েছে। প্রতিপক্ষ ওড়িশা এফসি। আপাতত শুধু ওড়িশা ম্যাচ নিয়েই আমরা ভাবছি।”

Advertisements

একই সঙ্গে দেবাশীষ দত্তর মতে, “এ বছরে মোহনবাগান সবথেকে বেশি ম্যাচ খেলেছে। আগামী দিনেও অনেক ম্যাচ রয়েছে। মনে হয় না আর অন্য কোনো দল এতো ম্যাচ খেলছে। তাই চাপ তো থাকবেই। মোহনবাগান বরাবর চাপ নিয়ে খেলতেই অভ্যস্ত।”