কলকাতা লিগে জয়ের ধারা অব্যাহত লাল-হলুদের। গত ম্যাচে কলকাতা কাস্টমসের বিপক্ষে সহজ জয় তুলে নেওয়ার পর আজও জয়ের ধারা বজায় রাখল বিনো জর্জের ছেলেরা। নির্ধারিত সময়ের শেষে ৪-০ গোলের ব্যবধানে ম্যাচ জিতে নিল কলকাতার এই প্রধান। দলের হয়ে একাই তিনটি গোল করেন জেসিন টিকে। বাকি একটি গোল করেন পিভি বিষ্ণু। আজকের এই জয়ের ফলে প্রিমিয়ার ডিভিশন লিগে সুপার সিক্স নিশ্চিত ইমামি ইস্টবেঙ্গল দলের। যা দেখে খুশি আপামর সমর্থকবৃন্দ।
উল্লেখ্য, আজ ম্যাচের শুরু থেকেই যথেষ্ট আক্রমনাত্মক মেজাজে দেখা গিয়েছিল বিনো জর্জের ছেলেদের। সেইমতো প্রতিপক্ষের রক্ষনভাগে বারংবার আক্রমণ শানাতে থাকে মশাল ব্রিগেড। তবে প্রথমদিকে কিছুতেই গোলের মুখ খোলা সম্ভব হচ্ছিল না তাদের পক্ষে। যারফলে, প্রথমার্ধের শেষে গোলশূন্য থাকে ম্যাচের ফলাফল। তবে দ্বিতীয়ার্ধের শুরুর ঠিক কিছুক্ষণ পরেই গোল করে দলকে এগিয়ে দেন লাল-হলুদের ভরসাযোগ্য ফুটবলার জেসিন টিকে। এরফলে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় দল। তারপর ঠিক তিন মিনিটের ব্যবধানে অর্থাৎ ৪৯ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন জেসিন। তারপর থেকে প্রতি আক্রমণে উঠে আসতে শুরু করে জর্জ টেলিগ্রাফের ফুটবলাররা।
FT| What a way to end our #CFL group stage campaign! 🤩
Time to carry the winning momentum into the Super Six! 💪#JoyEastBengal #EmamiEastBengal pic.twitter.com/bMaOy1tkAc
— East Bengal FC (@eastbengal_fc) September 7, 2023
তবে সুযোগ বুঝে প্রতিপক্ষের গোলে বল জড়িয়ে দেন লাল-হলুদের নয়া ফুটবলার পিভি বিষ্ণু। ফলাফল গিয়ে দাঁড়ায় ৩-০ গোল। মাঝে দুই দলের তরফ থেকে একাধিকবার গোলের সুযোগ তৈরি করা হলেও তা ফিনিশ করা সম্ভব হয়নি কারুর পক্ষে। শেষ পর্যন্ত ম্যাচের ঠিক ৮১ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাট্রিক সম্পন্ন করেন জেসিন।