এবারের ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের প্রথম থেকেই দলের রক্ষণভাগের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন লাল-হলুদের (East Bengal)অজি তারকা জর্ডন এলসে (Jordan Elsey)। নিজের জাত ও চিনিয়েছেন বহুবার। তবে ডুরান্ড ফাইনালটা খুব একটা সুখকর থাকেনি জর্ডন ও তার দলের পক্ষে। ডার্বি খেলতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন তিনি।
যারফলে, আপাতত কয়েকমাস মাঠের বাইরেই থাকতে হবে এই তারকা ফুটবলারকে। পাশাপাশি এবারের এই আইএসএলে অনেকটাই অনিশ্চিত এই তারকা ফুটবলার। সেজন্যই এবার বিকল্প ফুটবলার খোঁজা শুরু করে দিয়েছে লাল-হলুদ ব্রিগেড। তাহলে কি এবার এই অজি ফুটবলারকে ছেড়ে দিচ্ছে লাল-হলুদ?
এই নিয়ে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি ক্লাবের তরফে। গতকাল ক্লাবের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয় তাতে পরিষ্কারভাবে বলা হয় যে, “ডার্বি ম্যাচে হাটুর চোটের জন্য কয়েকমাস মাঠের বাইরে থাকতে হবে অজি তারকা জর্ডন এলসেকে। তবে আমরা সকলেই তার সঙ্গে রয়েছি। আশা করবো, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তিনি মাঠে ফিরবেন নিজের চেনা ছন্দে।” অর্থাৎ এখনি যে জর্ডন এলসিকে ছাড়ার কথা ভাবছে না লাল-হলুদ ব্রিগেড তা এক কথায় পরিষ্কার।
তবে বিকল্প ফুটবলার হিসেবে প্যালেস্টাইনের জাতীয় দলের ফুটবলার তথা মোহাম্মদ সালাহ ও ইরাকের মুস্তাফা নাদিমের নাম উঠে আসলেও জর্ডনের উপরেই ভরসা রাখছেন কোচ কার্লোস কুয়াদ্রাত।