যাদবপুর বিশ্ববিদ্যালয় (JU) আসছে UGC প্রতিনিধি দল। তারা সব পক্ষের সঙ্গে কথা বলতে চায়। ব়্যাগিং রুখতে বিশ্ববিদ্যালয়ের কি ব্যবস্থা সেই সব বিষয় জিজ্ঞাসা করা হবে। তাদের সঙ্গে কথা বলে রিপোর্ট তৈরি করবে UGC দল। এই দলে থাকবে ৪ জন। তারা বেশ কয়েকদিন কলকাতাতেই থাকবেন। তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেমন পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন, তেমনি কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলবেন। এর সঙ্গেই তারা উপাচার্যদের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন। এছাড়াও তারা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবে।
ব়্যাগিং রুখতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে তারাই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখবে। এর আগেও ইসরোর দল এসেছিল যাদবপুরে। তারা শিক্ষার্থীদের সুরক্ষার্থে টেকনোলজির ব্যবস্থা করবে বলে জানিয়েছিল।
গত বেশ কয়েকদিন ধরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। অভিযোগ ওই ছাত্রকে ব়্যাগিং করার কারণে তার মৃত্যু। এর জেরেই বারো জনকে অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছে।