Weather: আগামী দু’দিন প্রবল বৃষ্টিপাত

Weather: আগামী দুদিন প্রবল বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা। কমবে ভ্যাপসানি গরম। দক্ষিণবঙ্গের জেলায় বেশ কয়েকদিন থেকেই বৃষ্টি অব্যাহত। তবে উত্তরের আবহাওয়া কোথাও গরম তো কোথাও…

Weather: আগামী দু'দিন প্রবল বৃষ্টিপাত

Weather: আগামী দুদিন প্রবল বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা। কমবে ভ্যাপসানি গরম। দক্ষিণবঙ্গের জেলায় বেশ কয়েকদিন থেকেই বৃষ্টি অব্যাহত। তবে উত্তরের আবহাওয়া কোথাও গরম তো কোথাও ঠান্ডা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল ঝড়, বৃষ্টি হবে। গতকাল অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিরপাত হওয়ার সম্ভবনা রয়েছে।

Advertisements

কলকাতায় প্রবল বৃষ্টি হবেনা। তবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, নদীয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে আজ বৃষ্টি অব্যাহত।

   

এর আগে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টির দাপট অব্যাহত, জানিয়েছিল আলিপুর মৌসম ভবন। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেইসঙ্গে একটি মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তবে তা রয়েছে উত্তরবঙ্গের দিকে। তবে আশঙ্কা করা হচ্ছে যে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যার ফলে মঙ্গলবার নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভবনা রয়েছে। সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা।

Advertisements

আগামী দুদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে বুধবার থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কম হওয়ার সম্ভবনা রয়েছে। মুর্শিদাবাদ ও পুরুলিয়াতে বজ্রপাত-সহ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বৃষ্টির কারণে তাপমাত্রার পারদ বেশ কিছুটা কমবে।