News Desk: দেশের মুখ থুবড়ে পড়া অর্থনীতির পুনরুদ্ধারের জন্য বিশেষজ্ঞরা একাধিক পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শ মেনে দেশের অর্থনীতির (economy) চাকা সামনের দিকে এগোনোর চেষ্টা করছে।
কিন্তু কিভাবে দেশের অর্থনীতি আরও দ্রুত এগিয়ে যেতে পারে সে বিষয়ে এক চাঞ্চল্যকর পরামর্শ দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী (chiefminister) শিবরাজ সিং চৌহান। মুখ্যমন্ত্রী শিবরাজ (shibraj singh) বলেছেন, শুধু গরু নয়, গোমূত্র, গোবর সবকিছুর উপর ভর করেই দেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাবে।
ইন্ডিয়ান ভেটেরিনারি অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন শিবরাজ। সেখানেই তিনি বলেন, অর্থনীতির ক্ষেত্রে গরু এক অমূল্য সম্পদ (valuable assets)। সে কারণে সরকার গো রক্ষার জন্য অনেক গোশালা তৈরি করেছে। কিন্তু সরকারের একার পক্ষে সব কাজ করা সম্ভব নয়।
এই কাজে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। গরুর উপর ভিত্তি করেই দেশের অর্থনীতি সুদৃঢ় হবে। মানুষ চাইলেই গো সম্পদের উপর নির্ভর করে নিজেরাই নিজেদের অর্থনৈতিক উন্নতি করতে পারে। গোবর আর গোমূত্র খুবই জরুরি। এই গোরু, গোবর-গোমূত্রের উপর নির্ভর করেই দেশের অর্থনীতি তরতরিয়ে এগিয়ে যাবে।
এই বিজেপি নেতা বলেন, মধ্যপ্রদেশের (madhyapradesh) শ্মশানগুলিতে ইতিমধ্যেই গোকাষ্ঠ অর্থাৎ গোবর দিয়ে তৈরি এক ধরনের কাঠ ব্যবহার করা হচ্ছে। গাছ কেটে কাঠের ব্যবহার কমাতে এটা অত্যন্ত কার্যকরী। এছাড়াও গো সম্পদ আর কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে গবেষণা জরুরি বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
<
p style=”text-align: justify;”>আজকের বিজ্ঞানের (age of science) যুগে দাঁড়িয়েও দেশের উন্নয়নের হাতিয়ার হিসেবে গরুকেই যে মধ্যপ্রদেশের বিজেপি সরকার অগ্রাধিকার দিতে চাইছে শিবরাজের কথায় সেটা স্পষ্ট। মুখ্যমন্ত্রী বলেন, গ্রামের প্রান্তিক মহিলাদের গরু দেওয়া হয়েছে। সরকারের দেওয়া সেই গরু পালন করে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন হয়েছে। তাই দেশের অর্থনৈতিক উন্নয়নে গরু এক অমূল্য সম্পদ।