দত্তপুকুরের নীলগঞ্জে বেআইনি বাজি কারখানা বিস্ফোরণ কাণ্ডে মৃত ৯ জন। রবিবার ভয়াবহ এই ঘটনায় মৃতদের দেহাংশ অনেকদূর পর্যন্ত ছিটকে পড়েছিল। সোমবার সেই দৃশ্য দেখে আরও উত্তেজনা উত্তর ২৪ পরগনা জেলার নীলগঞ্জে। এদিনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরণের তদন্ত NIA ও CBI নিক এমন জনস্বার্থ আবেদন করলেন আদালতে। বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ীও সিবিআই ও এনআইএ তদন্ত চেয়ে মামলা করলেন।
বিজেপির দাবি, বহুদিন ধরে গোটা রাজ্য জুড়ে এই ধরনের একেরপর এক বিস্ফোরণের ঘটনা ঘটছে। সেই ঘটনায় গোটা রাজ্য জুড়ে শাসক দল ও পুলিশ রীতিমত নিষ্ক্রিয়। এবং তারা কোনও রকম পদক্ষেপ গ্রহণ করছে না। এর আগে এখানে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করার পরে এনআইএ – কে এই সব মামলা গ্রহণ করতে হয়েছে। ফলত যেসব ব্যক্তিরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের আড়াল করার চেষ্টা করা হবে। সেই কারণেই তারা চায় এই মামলায় অবিলম্বে এনআইএ এবং সিবিআই তদন্ত শুরু হোক।
জানা গিয়েছে প্রধান বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামীকাল সকাল সাড়ে দশটা নাগাদ এই মামলার শুনানি হবে। গতকাল দত্তপুকুর বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ কাণ্ডে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ঘটনায় অভিযুক্ত করা হয়েছে শাসকদলের বেশ কিছু নেতা সহ কর্মীদের। সেই হেতু বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ জনস্বার্থ মামলা দায়ের করেন।