পাক সেনার বিশেষ কমান্ডো বাহিনী ঘিরে রাখবে এশিয়া কাপ (Asia Cup 2023) ম্যচগুলি। অংশগ্রহণকারী সবকটি দলের নিরাপত্তায় থাকবে কমান্ডোরা। এমনই সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার। পাক ক্রিকেট বোর্ডের তরফে সেনা নিরাপত্তা চেয়ে চিঠিতে সিলমোহর পড়েছে। পিসিবি জানাচ্ছে, এবার এশিয়া কাপে পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান ও বাংলাদেশ সবাই অন্তত একটি করে ম্যাচ খেলবে পাকিস্তানে। আর ভারত তাদের খেলা খেলবে শ্রীলঙ্কায়।
পাকিস্তান 1996 বিশ্বকাপের পর প্রথমবারের মতো একটি বড় টুর্নামেন্টের আয়োজক। পাক মন্ত্রিসভা এশিয়া কাপে অংশগ্রহণকারী দল এবং সংশ্লিষ্ট।দেশগুলির সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী এবং পাঞ্জাব রেঞ্জার্স মোতায়েনে অনুমোদন দিয়েছে। পিসিবি জানিয়েছে, এশিয়া কাপ 2023 আগামী 30 আগস্ট মুলতানে শুরু হবে। মুলতান ও লাহোরে মোট চারটি ম্যাচ আয়োজন করবে পিসিবি।
পাক অন্তর্বর্তীকালীন সরকার নিরাপত্তার ক্ষেত্রে কোন কসরত ছাড়ছে না। কারণ,সম্প্রতি বেশ কয়েকটি জঙ্গি হামলা হয়ে গেছে। এছাড়া প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারির পর রাজনৈতিক কারণেও দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি গরম। তিনি প্রাক্তন পাক বিশ্বচ্যাম্পিয়ন ক্রিকেট অধিনায়ক।
জিও টিভি জানাচ্ছে, পাঞ্জাব প্রদেশের তত্ত্বাবধায়ক সরকার এশিয়া কাপে নিরাপত্তার জন্য সেনাবাহিনী ও রেঞ্জার্স মোতায়েনের অনুরোধ করেছিল। এশিয়া কাপ শুরুর চার দিন আগে 27 আগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত কঠোর নিরাপত্তা মোতায়েন করা হবে। বিশেষ বাহিনী স্ট্যান্ডবাই থাকবে। পাঞ্জাব রেঞ্জার্সকে দ্বিতীয় স্তরের কুইক রিঅ্যাকশন ফোর্স মোতায়েন করা হবে। 2009 সালে লাহেরের গদ্দাফি স্টেডিয়ামের বাইরে শ্রীলঙ্কার টিম বাসে হামলার পর থেকে পাকিস্তান সফরকারী দেশগুলির জন্য নিরাপত্তা একটি প্রধান ইস্যু। তবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের সফর দেখে পিসিবি একটি নিরাপদ এবং সুরক্ষিত টুর্নামেন্টে আত্মবিশ্বাসী বসে জানানো হয়েছে।