আরো একবার আলোচনায় উঠে এলেন ভারতের অন্যতম প্রতিভাধর উইঙ্গার লিস্টন কোলাসো (Liston Colaco)। চলতি ট্রান্সফার উইন্ডোতে মাঝেমধ্যে আলোচনায় উঠে এসেছেন তিনি। অনেকে ধরেই নিয়েছিলেন তার দল বদল করা প্রায় নিশ্চিত। তেমনই অবশ্য এখনও হয়নি। চলতি মরসুমে হয়তো হবেও না। যদিও ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে এখনও কিছুটা সময় বাকি রয়েছে।
লিস্টন কোলাসো দল বদল করতে পারেন, এমনটা শোনা গিয়েছে একাধিকবার। ফুটবল প্রেমীদের একাংশ মনে করছিলেন, বাগানের তরুণ ফরোয়ার্ড যোগ দিতে পারেন ওড়িশা এফসিতে। ক্রমে স্তিমিত হয়েছিল এই জল্পনা। বাংলাদেশের ঢাকা আবাহনীর বিরুদ্ধে ম্যাচে শুরু থেকে মাঠে ছিলেন তিনি। মোটের ওপর ভালো খেলেছিলেন। সুতরাং গুরুত্বপূর্ণ ম্যাচে লিস্টন যে কোচের ভাবনায় রয়েছেন সেটা আপাতত স্পষ্ট।
গত মরসুমে লিস্টন কোলাসো একক দক্ষতায় কিছু নজরকাড়া গোল করেছিলেন। কিন্তু টিম ম্যান হিসেবে তার খেলার ধরণ নিয়ে উঠেছিল প্রশ্ন। দৃষ্টি নন্দন গোল করলেও প্রচুর গোল হাতছাড়া করেছিলন তিনি। গুরুত্বপূর্ণ ম্যাচে আশিক কুরুনিয়ান, মনভীর সিংদের সুযোগ দেওয়া হলেও অনিশ্চিত হয়ে পড়েছিলেন কোলাসো। এবারের ট্রান্সফার উইন্ডো খোলার পর অনেকে ধরে নিয়েছিলেন বাগান ছাড়ার পথে তরুণ এই ফুটবলার।
এখনও পর্যন্ত দল ছাড়েননি। এদিকে খোলা রয়েছে ট্রান্সফার উইন্ডো। তাই নিয়ম অনুযায়ী দল বদল করার সম্ভাবনা রয়েছে। ফুটবল মহলের একাংশে জোর গুঞ্জন ছিল, লিস্টন কোলাসো যোগ দিতে চলেছেন ওড়িশা এফসিতে। শেষ পাওয়া খবর অনযায়ী সের্জিও লোবেরা সত্যিই ভারতীয় এই ফুটবলারকে তার দলে চেয়েছিলেন। তিনি মোহন বাগান সুপার জায়ান্ট ওড়িশা এফসিকে সরাসরি ” না ” বলে দিয়েছে।