Santiago Varela: বাংলাদেশের ক্লাবে Durand Cup জয়ী কোচ?

সম্প্রতি আলোচনায় উঠে এসেছেন আর্জেন্টাইন কোচ Santiago Varela। অনেকের অনুমান তিনি বাংলাদেশের অন্যতম নামী ক্লাব শেষ জামাল ধানমুন্ডি ক্লাবের দায়িত্ব নিতে পারেন।

Santiago Varela

ফের তোলপাড় হতে শুরু করেছে বাংলাদেশের ফুটবল। সেখানকার ফুটবল প্রেমীদের মধ্যে গুঞ্জন, ভারতের মাটিতে অন্যতম সফল কোচ বাংলাদেশের ক্লাবের দায়িত্ব নিতে চলেছেন। যদিও এ ব্যাপারে কোনো সত্যতা নেই। তবে ওপার বাংলার ফুটবল প্রেমীদের একাংশের মধ্যে রয়েছে জল্পনা।

সম্প্রতি আলোচনায় উঠে এসেছেন আর্জেন্টাইন কোচ Santiago Varela। অনেকের অনুমান তিনি বাংলাদেশের অন্যতম নামী ক্লাব শেষ জামাল ধানমুন্ডি ক্লাবের দায়িত্ব নিতে পারেন। আসলে ভারতের কোচিং করানো কিংবা ভারতের মাটিতে খেলা একাধিক ফুটবলার পরে বাংলাদেশে গিয়েছেন এবং সেখানে কাজ করেছেন। ফলত Santiago Varela – কে জল্পনার উত্থান অস্বাভাবিক কিছু নয়। তিনি ভারতের মাটিতে দীর্ঘ ধরে কোচিং করাচ্ছেন। পেয়েছেন বেশ কিছু খেতাব।

   

Santiago Varela – এর নাম ভারতীয় ফুটবল প্রেমীদের অধিকাংশের কাছে নতুন নয়। Durand Cup জিতেছেন আর্জেন্টিনা থেকে আগত এই অভিজ্ঞ কোচ। ভারতের মাটিতে কোচিং করাচ্ছেন ২০১৮ সাল থেকে। Gokulam Kerala ফুটবল ক্লাবে পরপর কয়েক মরসুম কোচিং করিয়েছেন। দলকে এনে দিয়েছিলেন সাফল্য। দক্ষিণ ভারতের এই দলের দায়িত্ব কাঁধে নিয়ে ২০১৯ সালে Durand Cup, ২০১৭-১৮ মরসুমে কেরালা প্রিমিয়ার লীগ জিতেছিলেন সান্তিয়াগো।

ভারতের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব চার্চিল ব্রাদার্সের হয়েও আর্জেন্টিনা থেকে আগত এই কোচের ট্র্যাক রেকর্ড ভালো। ২০২০-২১ মরসুমে তাদের করেছিলেন আই লীগের রানার্স আপ। পরে যুক্ত হয়েছেন বেঙ্গালুরু ইউনাইটেডের সঙ্গে। তবে আগামী দিনে তিনি বাংলাদেশের ক্লাব শেষ জামাল ধানমুন্ডি ক্লাবের দায়িত্ব নিচ্ছেন এমনটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আপাতত এটাকে স্রেফ গুজব বলাই ভালো।