Kolkata: ডেঙ্গুর থাবায় মৃত্যু ১৩ বছরের নাবালকের

বেড়ে চলেছে ডেঙ্গুর হানা। কলকাতার ফের ডেঙ্গু আক্রান্তের মৃত্যু। অ্যাপোলো হাসপাতালে মৃত্যু নিউ আলিপুরের বছর তেরোর পড়ুয়ার। গতকাল বাইপাসের ধারে বেসরকারি হাসপাতাল অ্যাপোলোতে ১৩ বছরের…

Malaria death rate has returned to pre-COVID levels, says WHO

বেড়ে চলেছে ডেঙ্গুর হানা। কলকাতার ফের ডেঙ্গু আক্রান্তের মৃত্যু। অ্যাপোলো হাসপাতালে মৃত্যু নিউ আলিপুরের বছর তেরোর পড়ুয়ার। গতকাল বাইপাসের ধারে বেসরকারি হাসপাতাল অ্যাপোলোতে ১৩ বছরের নাবালককে ভর্তি করা হয়। ওই নাবালকের ডেঙ্গু রিপোর্ট পজেটিভ ছিল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়াও তার জ্বর, শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিল। এর সঙ্গেই তার গোটা শরীরের কর্মক্ষমতা নষ্ট হয়ে গিয়েছিল।

দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে আজ ভোর ৫ টা নাগাদ ওই নাবালকের মৃত্যু হয়। এমনই জানানো হয়েছে হাসপাতালের তরফে। আরো জানা গিয়েছে ডেঙ্গু হওয়ার পরে ওই নাবালকের চিকিৎসা করার সময় পর্যন্ত পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

   

গত জুলাই মাস থেকে এখনও পর্যন্ত বাংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৬ জনের। যার মধ্যে কলকাতা পুরসভা এলাকায় মৃত্যু সংখ্যা ৩। মশার তান্ডবে রীতিমত ভীত সাধারণ মানুষ। এর আগে স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে বৈঠক ডাকা হয়। এবং বিভিন্ন পুরসভা পঞ্চায়েত এলাকায় ডেঙ্গুর সচেতনতা সম্পর্কে অবগত করা হয়। এবং সাধারণ মানুষকে সতর্কতা ও পরিচ্ছন্নতার সঙ্গে থাকতে বলা হয়।

তার পরেও দিনে দিনে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। যার ফলে উদ্বেগ সৃষ্টি হচ্ছে গোটা রাজ্য জুড়ে। দিন দিন ঊর্ধ্বগামী মৃতের সংখ্যা।