এবারে এই ডুরান্ড কাপের (Durand Cup) শুরু থেকেই যথেষ্ট ছন্দে রয়েছে কলকাতার দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস (East Bengal and Mohun Bagan)। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই বাংলাদেশ সেনার বিপক্ষে বড় ব্যবধানে জয় পায় মোহনবাগান দল। তারপর পাঞ্জাব ম্যাচে ও বজায় থাকে সেই একই ধারা।
অপরদিকে, নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ দলের বিপক্ষে এগিয়ে থেকে ড্র করলেও দ্বিতীয় ম্যাচ তথা ডার্বি থেকে ঘুরে দাঁড়ায় লাল-হলুদ ব্রিগেড। তারপর পাঞ্জাব ম্যাচেও বজায় থাকে সেই একই ধারা। যারফলে, পরবর্তীতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে চলে যায় ইস্টবেঙ্গল ফুটবল দল। অন্যদিকে, সেই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে উঠে আসে পড়শী ক্লাব মোহনবাগান।
কিন্তু এবার কাদের মুখোমুখি হবে কলকাতার এই দুই প্রধান? সেই নিয়েই দেখা দেয় যাবতীয় বিতর্ক। অবশেষে গতকাল রাতে সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে প্রকাশিত হয় কোয়ার্টার ফাইনালের সমস্ত ম্যাচ গুলির সময়সূচী। সেই অনুসারে, আগামী ২৫ আগস্ট কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে গোকুলাম কেরালা দলের মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব।
অন্যদিকে, আগামী ২৭ আগস্ট মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে মোহনবাগান সুপারজায়ান্টস। বর্তমানে সেদিকেই নজর শহরের ফুটবলপ্রেমী মানুষদের। এছাড়াও আগামী ২৪ তারিখ আর্মি রেডের বিপক্ষে ম্যাচ খেলে কোয়ার্টার ফাইনালের পর্ব শুরু করবে নর্থইস্ট ইউনাইটেড। আবার ২৬ তারিখ মুখোমুখি হবে এফসি গোয়া ও ওয়েন কোয়েলের চেন্নাইন দল।
উল্লেখ্য, এবারের এই ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টে শুরু থেকেই যথেষ্ট ছন্দে রয়েছে মুম্বাই সিটি এফসি ও আইলিগের শক্তিশালী দল গোকুলাম কেরালা এফসি। তাই এবারের ম্যাচ যে মোটেও সহজ হবেনা দুই প্রধানের কাছে, তা বলাই চলে।