অপরাজিত ইস্টবেঙ্গল (East Bengal)। টানা ১৬ টি ম্যাচে হারেনি লাল হলুদ ব্রিগেড। সব রকম টুর্নামেন্ট মিলিয়ে অপরাজেয় এই ধারা বজায় রেখেছে শতাব্দী প্রাচীন ক্লাব।
দুর্দিন কাটিয়ে সুদিনের আশায় ইস্টবেঙ্গল সমর্থকরা। সম্প্রতি আনন্দ করার মতো একাধিক মুহূর্ত তারা পেয়েছেন। ডার্বি জিতেছে দল। কোনো গোল হজম না করে হারিয়ে মোহন বাগান সুপার জায়ান্টের তারকা খচিত একাদশকে। গ্রুপ শীর্ষে থেকে Durand Cup-এর পরবর্তী পর্বের জন্য যোগ্যতা অর্জন করেছে ইস্টবেঙ্গল। আগামী দিনে আরো সাফল্যের ব্যাপারে আশাবাদী দলের হেড কোচ Carles Cuadrat।
টানা ষোলটি ম্যাচে অপরাজিত ইস্টবেঙ্গল। ওড়িশা এফসি, হায়দরাবাদ এফসি, আইজল, রেইনবো, বিএসএস, ভবানীপুর ফুটবল ক্লাব, বাংলাদেশ আর্মি ফুটবল দলের বিরুদ্ধে ম্যাচ ড্র করেছে ইস্টবেঙ্গল। জিতেছে পশ্চিমবঙ্গ পুলিশ, খিদিরপুর, ইস্টার্ন রেলওয়ে এফসি, উয়াড়ি, রেলওয়ে এফসি, মোহন বাগান সুপার জায়ান্ট, পুলিশ এসি, পাঞ্জাব ফুটবল ক্লাব এবং এরিয়ান এফসির বিরুদ্ধে।
বিগত কয়েক মরসুমের তুলনায় ইস্টবেঙ্গলের ক্লাবের অন্দরে আপাতত ফিল গুড পরিবেশ বজায় রয়েছে। খেলোয়াড়দের শরীরী ভাষা আগের থেকে অনেক বেশি চিনিমনে। জুনিয়র সিনিয়র মিলিয়ে রয়েছে শক্তিশালী স্কোয়াড। সব ঠিক থাকলে আরো একাধিক নতুন ফুটবলার ক্লাবের সঙ্গে যুক্ত হতে পারেন আগামী দিনে।