Jadavpur University: তৃণমূলের রাজন্যাকে দেখেই ‘আনিস খুনি হায় হায়’ স্লোগান বাম সংগঠনের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ছাত্র স্বপ্নদীপের অস্বাভাবিক মৃত্যুর পর ব়্যাগিং রুখতে সিসিটিভি বিতর্ক প্রবল। এই প্রেক্ষিতে সদ্য বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক দায়িত্ব পাওয়া তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)…

Jadavpur University: তৃণমূলের রাজন্যাকে দেখেই 'আনিস খুনি হায় হায়' স্লোগান বাম সংগঠনের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ছাত্র স্বপ্নদীপের অস্বাভাবিক মৃত্যুর পর ব়্যাগিং রুখতে সিসিটিভি বিতর্ক প্রবল। এই প্রেক্ষিতে সদ্য বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক দায়িত্ব পাওয়া তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) নেত্রী রাজন্যা হালদার দেখা করলেন রেজিস্ট্রারের সাথে। সেখানেই তাকে শুনতে হল ‘আনিস খুনি হায় হায়’ স্লোগান। এই স্লোগান দিল CPIM এর ছাত্র শাখা SFI সমর্থকরা।

Advertisements

যাদবপুর বিশ্ববিদ্যালয় রেজিস্টার এর সময় দেখা করতে পৌঁছে গিয়েছেন রাজন্যা হালদার সহ তৃণমূলের ছাত্র পরিষদের সদস্যরা। তবে সেখানে তাদের দেখামাত্র উচ্চ শ্লোগান এসএফআই ছাত্র সংগঠনের। এর আগে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে রেজিস্টারের কাছে আবেদন জানানো হয় তার সঙ্গে দেখা করার জন্য। তারা হাতে সিসিটিভি, প্ল্যাকার্ড নিয়ে বিশ্ববিদ্যালয় প্রবেশ করে।

Advertisements
   

এদিন বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে তৃণমূল ছাত্র সংগঠনকে আটকানো হয়নি। তবে তারা গেটের সামনে দাঁড়িয়ে তীব্র স্লোগান তুলেছে। এর আগে TMCP, SFI ও নকশালপন্থীদের মধ্যে সংঘর্ষ হয় যাদবপুরে। তখন রাজন্যা অভিযোগ করেন, তাঁর জামা বাম সমর্থকরা ছিঁড়ে দেয়। যদিও বাম সংগঠন বলেছে পুরোটাই নাটক।