নতুন বিদেশি ফুটবলারকে দলে নিয়ে চমক দিল দিল্লি ফুটবল ক্লাব (Delhi FC)। সেনেগালের এক ফুটবলারকে দলে নিয়েছে তারা। শুক্রবার ক্লাবের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এই সই সংবাদ। এবারের ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকে সক্রিয় রয়েছে দিল্লি ফুটবল ক্লাব। ইতিমধ্যে ভরে উঠেছে তাদের স্কোয়াড। অভিজ্ঞ এবং তরুণ প্রতিভাবান ফুটবলারের মিশেল রয়েছে স্কোয়াডে। নতুন বিদেশি ফুটবলার নেওয়ার ফলে স্কোয়াডের গভীরতা আরও বাড়ল।
Pape Gassama নামের সেনেগালের এক ফুটবলারকে দলে নিয়েছে রাজধানী শহরের ফুটবল দল। মূলত মাঝমাঠের ফুটবলার। তবে ফরোয়ার্ড পজিশনে খেলার ব্যাপারে দক্ষতা রয়েছে। নিজে যেমন গোল করতে পারেন, তেমনই গোল করানোর ব্যাপারে রয়েছে মুন্সিয়ানা। ফুটবলারের সই সম্পর্কিত একটি ভিডিও পোস্ট করেছে ক্লাব। সেখানে দেখা যাচ্ছে পেপের খেলার কিছু মুহূর্তের ঝলক। ভিডিওতে দেখা গিয়েছে, সেনেগালের এই ফুটবলারের পায়ে রয়েছে জোরালো শট, নিজের দিনে একাই কাঁপুনি ধরিয়ে দিতে পারেন প্রতিপক্ষের ডিফেন্সে।
From Senegal to Delhi: Unveiling Our Midfield Maestro on Matchday! ⚽
Get ready to witness brilliance in the middle of the park as our new foreign signing is ready to don the colors of #DelhiFC. 💙
The stage is set for a mesmerizing debut! 🏟#DilMeinDilli #IndianFootball pic.twitter.com/6UBWbQkCzT
— Delhi Football Club (@Delhi_FC) August 18, 2023
ক্লাবের ভিডিও প্রজেন্টেশন ভালো হলেও Pape Gassama – এর ফুটবল কেরিয়ার খুব একটা চোখে পড়ার মতো নয়। ২৬ বছর বয়সী এই ফুটবলার সম্প্রতি খেলেছেন কিছু অখ্যাত ক্লাবের হয়ে।