বায়োস্কোপ ডেস্ক, কলকাতা: বলিউডের করিনা এখন টলিউডের নুসরাত জাহান। একই ভূমিকায় এবার থেকে দেখা যাবে টলিউডের স্টারকে। নুসরাত জাহান, গত এক বছর ধরে এই নামটার সঙ্গে আদ্যোপান্ত বিতর্ক জড়িয়ে রয়েছে। সম্পর্কের বিচ্ছেদ থেকে শুরু করে যশ এর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া আবার সন্তানসম্ভবা নুসরাত একাধিকবার প্রশ্নের মুখে পড়েছিলেন সন্তানের পিতা কে। সেই সমস্ত বিতর্ক ঘুচিয়ে এখন যশের সঙ্গে সুখে সংসার করছেন নুসরাত। সদ্য সামনে নিয়ে এসেছেন তাদের পরিবারে থাকা দুই সন্তানের ছবিও।
যশ এর প্রথম পক্ষের সন্তান ও দ্বিতীয় পক্ষ অর্থাৎ নুসরাতের সন্তান ইশান। দীপাবলিতে প্রথম ঈশানকে দেখে ভক্ত মহল। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে নুসরাত জাহান। ইতিমধ্যেই একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁকে। আর এবার জাঁকিয়ে বসে সকলের হাঁড়ির খবর নিজেই ফাঁস করবেন নুসরাত জাহান। রেডিও টকশো ইসক এফএম-এ এবার টলিউড সেলেবদের সঙ্গে খোলামেলা আলোচনায় নুসরাত জাহান। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তার শুটিং। খবরের ছড়িয়ে পড়েছে সর্বত্র যার ফলে বলাই চলে এই চ্যাট শো র টিআরপি আগে থেকেই তুঙ্গে।
View this post on Instagram
বিতর্কের কেন্দ্রে থাকা নুসরাত জাহানের মুখোমুখি একাধিক সেলেব। সদ্য তার শ্যুট সেরেছেন ঋতাভরী চক্রবর্তী। বিগত কয়েক দিন ধরে ঋতাভরী ও একাধিকবার খবরের শিরোনামে জায়গা করে। তাকে ট্রোল হতে হয়েছে তার ফিগার নিয়ে। তারেক অপারেশনের পরে শরীরে মেদ জমে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় প্রশ্নের মুখোমুখি হতে হয় ঋতাভরীকে। কাজেই সেলিব্রিটি মানে ট্রোল নিত্যসঙ্গী। সেই সুবাদেই সমস্তটা ঝেড়ে ফেলে নতুন পথ চলা শুরু নুসরাত জাহানের। অপেক্ষায় দিন গুনছে ভক্ত মহল।