বিদেশের মাটিতে হ্যাটট্রিক করে সাড়া ফেলে দিয়েছিলেন। প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে টপ ডিভিশনে পরপর তিন গোল করার নজির গড়েছিলেন জ্যোতি চৌহান (Jyoti Chauhan)। তিনি ফের সংবাদ শিরোনামে।
ক্রোয়েশিয়ার প্রথম সারির ক্লাব Dinamo Zagreb এর হয়ে হ্যাটট্রিক করেছিলেন জ্যোতি। বিশ্ব ফুটবলে Dinamo Zagreb সুপরিচিত ফুটবল ক্লাব, ইউরোপিয়ান লীগে খেলে নিয়মিত। সেই ক্লাবের হয়েই হ্যাটট্রিক করেছিলেন ভারতের জ্যোতি চৌহান। জ্যোতি মধ্যপ্রদেশের মেয়ে, বয়স মাত্র ২৩।প্রাপ্ত খবর অনুযায়ী, তাকে নতুন চুক্তি পত্র দিয়েছে ইউরোপের অন্যতম প্রধান এই ক্লাব। সেই সঙ্গে নতুন মরসুমে তাকে দেওয়া হতে পারে ৯ নম্বর জার্সি।
ডায়নামোর হয়ে ১৮ ম্যাচে ১০ গোল করেছিলেন জ্যোতি। এ বছরের মে মাসে হ্যাটট্রিক করেছিলেন ZNK Agram ক্লাবের বিরুদ্ধে। প্রথমবার বিদেশের কোনো ক্লাবে খেলতে গিয়েছিলেন মধ্যপ্রদেশের ধর জেলার জ্যোতি চৌহান। ইউরোপের মাটিতে হ্যাটট্রিক প্রসঙ্গে জ্যোতি বলেছেন, “যখন তিন নম্বর গোলটা করলাম তখন সত্যি খুব আনন্দ হচ্ছিল। পরে জানতে পেরেছিলাম যে ইউরোপের মাটিতে প্রথম ভারতীয় মহিলা ফুটবলার হিসেবে আমিই এই কৃতিত্ব অর্জন করেছি। ভেবে গায়ে কাঁটা দিচ্ছিল।” জ্যোতি জানিয়েছেন। ক্রোয়েশিয়ায় প্রথম কয়েক দিন গিয়ে তাকে এবং
দলের বাকিদের সঙ্গে বোঝাপড়া গড়ার জন্য ক্রোয়েশিয়ান ভাষায় শেখানো হয়েছিল কিছু ফুটবল মাঠের টার্ম। সেই সঙ্গে শুরুর দিকে ছিল খাবার সমস্যা। এভাবে বিদেশের মাটিতে পথ চলা শুরু করেছিলেন জ্যোতি। “আর যাইহোক বিদেশ থেকে খালি হাতে ফিরতে চাইনি। অন্তত একটা গোল করলাম লক্ষ্য নিয়েছিলাম”, বলেছেন জ্যোতি চৌহান।