সংসদে রাহুল গান্ধীকে (Rahul Gandhi) ‘ফ্লাইং কিস’ (Flying Kiss) দিতে দেখেননি বলেছেন বিজেপি সাংসদ হেমা মালিনী (Hema Malini)। তবে রাহুলের বিরুদ্ধে মোট ২২ জন মহিলা সাংসদের সাক্ষর করা ওই চিঠিতে হেমা মালিনীরও সাক্ষর রয়েছে বলে জানা গেছে। চিঠিতে সই থাকলেও সংসদ থেকে বেরিয়ে বিজেপি সাংসদ জানান যে তিনি রাহুল গান্ধীকে ফ্লাইং কিস দিতে দেখেননি। হেমার অবস্থান নিয়ে বিজেপিতেই বিতর্ক।
সংসদে ফিরেই বিতর্কে জড়ান কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বিজেপির অভিযোগ, বুধবার লোকসভা কক্ষ ছাড়ার আগে মহিলা সাংসদদের উদ্দেশে ‘ফ্লাইং কিস’ ছুড়ে দেন কংগ্রেস সাংসদ। রাহুলের এই আচরণকে অসম্মানজনক ও চূড়ান্ত অবমাননাকর বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি।
এই প্রসঙ্গে রাহুল ও কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন তিনি। ইতিমধ্যে, বিজেপির ২২ জন মহিলা সাংসদ স্পিকারের কাছে চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন। তবে বিজেপি সাংসদ হেমা মালিনীর মন্তব্য ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বির্তকে নতুন মোড় নিয়েছে।
মোদী পদবি নিয়ে অবমাননাকর মন্তব্য করে মানহানি মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন রাহুল। আদালতের রায়ে জনপ্রতিনিধিত্ব আইনে সাংসদ পদ খুইয়েছিলেন কংগ্রেস নেতা। উল্লেখ্য, গত সপ্তাহেই সুপ্রিম কোর্টের তরফে সেই সাজায় স্থগিতাদেশ দেওয়া হয়। গত ৭ই অগস্ট সাংসদ পদ ফিরে পান রাহুল গান্ধী। আর এবার সংসদে ফিরেই ফের নতুন বিতর্কে জড়িয়েছেন।
বুধবার লোকসভায় ৩৬ মিনিট বক্তব্য রাখেন রাহুল গান্ধী। সেখানে মণিপুর ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। বক্তব্য শেষেই বিতর্কে জড়িয়ে পড়েন রাহুল।
অভিযোগ ওঠে, লোকসভা কক্ষ ছাড়ার আগে মহিলা সাংসদদের উদ্দেশ্য করে ফ্লাইং কিস ছুড়ে দেন রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদের এই আচরণকে অবমাননাকর বলে অভিযোগে সরব হন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। স্পিকার ওম বিড়লার কাছে বিজেপির ২২ জন মহিলা সাংসদ চিঠি লিখে অভিযোগ জানান।