ট্রান্সফার উইন্ডো (Transfer window) বন্ধ হওয়ার আগে এখনও বেশ কিছুটা সময় রয়েছে। তার আগে একাধিক দল বদল হতে পারে বলেই অনেকের ধারণা। সম্প্রতি শোনা যাচ্ছে, পোল্যান্ডের এক ফুটবলারের প্রতি আগ্রহী ভারতের একাধিক নামকরা করা।
সম্প্রতি ভারতীয় ফুটবল প্রেমীদের একাংশের আলোচনায় উঠে এসেছেন Rafał Zaborowski। রাফাল পোল্যান্ডের ফুটবলার। খেলেন আক্রমণভাগে। ফরোয়ার্ড পজিশনের পাশাপাশি উইঙ্গার হিসেবেও খেলার ব্যাপারে দক্ষ ২৯ বছর বয়সী এই ফুটবলার। বিশ্বের একাধিক ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। পোল্যান্ড সহ স্লোভাকিয়া, রোমানিয়ার মতো দেশের ক্লাবে খেলেছেন । সম্প্রতি বাংলাদেশের ক্লাবের হয়েও নেমেছিলেন মাঠে।
ভারতীয় ফুটবল মহলে গুঞ্জন, ভারতের একাধিক ক্লাব পোল্যান্ডের এই ফুটবলারকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী। রাফালের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাব, নেরোকা ফুটবল ক্লাবের নাম। তবে ভারতীয় ফুটবলে খেলার ব্যাপারে এখনও তিনি নিশ্চিত নন বলে অনুমান। শেষ পাওয়া আপডেট অনুযায়ী, পোলিশ ফুটবলারের ব্যাপারে মহামেডান এবং নেরোকা ‘ আগ্রহী ‘।
আক্রমণভাগের ফুটবলার হলেও পরিসংখ্যান অবশ্য আহামরি কিছু নয়। সম্প্রতি খেলেছেন পোল্যান্ডের চতুর্থ ডিভিশনের ক্লাব Goczalkowice- এ। ২০২১-২২ মরসুমে বাংলাদেশের ক্লাব স্বাধীনতা ক্রীড়া সংঘের জার্সি পরে মাঠে নেমেছিলেন। দলটির অবনমন হয়েছে। কেরিয়ারে টপ ফুটবল লীগে সেভাবে খেলা হচ্ছে না Rafał Zaborowski’র।