Alipurduar: মাথা কাটার পর সেই হাতিকে কয়েক টুকরো করা হয়েছিল, মিলল কাটা পা

এই নদী ভুটান থেকে অসম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত। বর্ষায় সংকোশের স্রোতে ভেসে আসছে হাতির দেহাংশ। আলিপুরদুয়ারে (Alipurduar) হাতির কাটা মাথার পর এবার মিলেছে পা।

Elephant body parts found again in Alipurduar

short-samachar

চোরা শিকারীরা গূলি করে হাতি মারে। তবে এভাবে হাতির মাথা পা দেহাংশের টুকরো করে না। এমন করে হাতি কেটে টুকরো টুকরো করার কোনও ঘটানা মনে করতে পারছেন না বক্সা বনাঞ্চলের বনকর্মীরা। তবে তাদের ধারণা, হাতি হত্যা হয়েছে অন্যত্র। পরে কাটা মাথা ও দেহাংশগুলো সংকোশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়। এই নদী ভুটান থেকে অসম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত। বর্ষায় সংকোশের স্রোতে ভেসে আসছে হাতির দেহাংশ। আলিপুরদুয়ারে (Alipurduar) হাতির কাটা মাথার পর এবার মিলেছে পা।

   

এই হাতিকে কেটে টুকরো করা হয়েছিল সংকোশ নদীর তীরে গভীর জঙ্গলে। আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীদের ধারণা, অসমের কোথাও এমন ঘটনা ঘটে থাকতে পারে। নদীর স্রোতে হাতির দেহাংশগুলো ভেসে আসছে।

গত শুক্রবার হাতির কাটা মাথা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল অসম ও পশ্চিমবঙ্গের আন্ত:রাজ্য সীমানা সীমানার আলিপুরদুয়ার জেলার ভলকা এলাকায়। সোমবার রাতে ফের হাতির দেহাংশ উদ্ধার করেন বনকর্মীরা। হাতির কাটা মাথা উদ্ধারের জায়গা থেকে এক কিলোমিটার দূরে কাটা পা উদ্ধার হয়েছে।

ভারত-ভুটান-নেপালের মধ্যে সক্রিয় চোরাশিকারীরা অসম ও উত্তরবঙ্গের জেলাগুলিতে ছড়িয়ে আছে। বহুমূল্যবান হাতির দাঁতের জন্য হিমালয়ের তরাই-ডুয়ার্স এলাকায় বিচরণ করা হাতিদের মারা হয়। ভারত ও বাংলাদেশের মধ্যে ছড়িয়ে থাকা বনাঞ্চলে হিমালয়ের হাতিদের যাতায়াত বেশি।