ডুরান্ড কাপে (Durand Cup) জয়ের ধারা অব্যাহত রাখল মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan Supergiants)। গত তিন তারিখ বাংলাদেশের সেনা ক্লাবকে ৫ গোল উড়িয়ে নিজেদের যে জয়যাত্রা শুরু হয়েছিল, তা বজায় থাকল আজ। নির্ধারিত সময়ের শেষে পাঞ্জাব এফসিকে ২-০ গোলে পরাজিত করল মোহনবাগান সুপারজায়ান্টস।
প্রথমটি আত্মঘাতী হলেও পরবর্তীকালে গোল করে ব্যবধান বাড়ান বাগানের ভরসাযোগ্য তারকা হুগো বুমোস। আজকের এই জয়ের ফলে এবারের ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ওঠার রাস্তা অনেকটাই পাকা করে ফেলল কলকাতার এই প্রধান। তাছাড়া গত মরশুমের পর আজ প্রথম ম্যাচে দলের দায়িত্ব নিয়েছিলেন বাগানের আইএসএল জয়ী কোচ হুয়ান ফেরেন্দো। এসেই গতবারের আইলিগ জয়ী দের পরাজিত করলেন এই স্প্যানিশ কোচ।
উল্লেখ্য, আজ ম্যাচের শুরু থেকেই যথেষ্ট আক্রমনাত্মক মেজাজে ধরা দিয়েছিল সবুজ-মেরুন শিবিরের খেলোয়াড়রা। বারংবার আক্রমণ শানিয়ে শানিয়ে পাঞ্জাব দলের ডিফেন্ডারদের দিশেহারা করে দেন বাগান ফুটবলাররা। যারফলে, ম্যাচের ঠিক ২৩ মিনিটের মাথায় মনবীর সিংয়ের জোরালো শট আটকে গেলেও তাড়াহুড়োর জেরে বল জালে ঢুকিয়ে ফেলেন পাঞ্জাবের মেলরয়। তারপর দুই পক্ষের তরফ থেকে একাধিকবার আক্রমণ হলেও কোনো গোল আসেনি। যারফলে, ম্যাচের প্রথমার্ধেই ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় মোহনবাগান ব্রিগেড।
Clean sheet, two goals, three points, job done ✅ #MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/jKO8oW0G2B
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 7, 2023
তবে দ্বিতীয়ার্ধে পাঞ্জাব দলের ফুটবলারদের তরফ থেকে প্রতি আক্রমণে উঠে ম্যাচের সমতা ফেরানোর পরিকল্পনা থাকলেও তাতে জল ঢেলে দেয় অজি তারকা দিমিত্রি পেট্রাতোস। দ্বিতীয়ার্ধে সুহেল ভাটের পরিবর্তে মাঠে চলে আসেন অজি তারকা দিমিত্রি পেট্রাতোস। তাকে সামাল দিতে কার্যত নাজেহাল দশা দেখা দেয় পাঞ্জাব ডিফেন্ডারদের। তবে ম্যাচের ৪৮মিনিটের মাথায় লিস্টন কোলাসোর সেন্টার থেকে সুযোগ বুঝে গোল করে যান হুগো বুমোস। যারফলে, ২-০ ব্যবধানে এগিয়ে যায় মোহনবাগান দল। পরবর্তীতে পাঞ্জাব দলের তরফ থেকে একাধিকবার আক্রমণ করা হলেও বিশাল কাইথের মজবুত হাতের সামনে আটকে যেতে হয় গতবারের আইলিগ বিজয়ীদের।