Transfer Window: আসন্ন ইন্ডিয়ান সুপার লীগে খেলতে দেখা যাবে পাঞ্জাব এডসিকে। আই লীগ চ্যাম্পিয়ন হয়ে ইন্ডিয়ান সুপার লীগে খেলার যোগ্যতা অর্জন করেছে দল। আগে এই দলের নাম ছিল রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি। দেশের সর্বোচ্চ ফুটবল লীগের কথা মাথায় রেখে ভালো স্কোয়াড গঠনের দিকে মন দিয়েছে পাঞ্জাব এফসি ম্যানেজমেন্ট।
ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকে একের পর এক সই সংবাদ দিয়েছে পাঞ্জাব এফসি। ভালো মানের বিদেশি ফুটবলারকে ইতিমধ্যে নিশ্চিত করেছে ক্লাব। সেই সঙ্গে বাড়িয়ে রাখা হচ্ছে স্কোয়াডের গভীরতা। একাধিক নামকরা ভারতীয় ফুটবলারকে লোনে যুক্ত করা হয়েছে স্কোয়াডের সঙ্গে। সম্প্রতি তরুণ এক ফুটবলারের সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করেছে ক্লাব।
দেশের অন্যতম সেরা উদীয়মান ফুটবলারদের মধ্যে একজন Maheson Singh Tongbram। গত মরসুমেও তিনি যুক্ত ছিলেন পাঞ্জাবের এই দলটির সঙ্গে। প্রতিভাধর এই ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিয়েছে পাঞ্জাব এফসি। ২০২৫ সাল পর্যন্ত তরুণ তুর্কির সঙ্গে চুক্তি দীর্ঘায়িত করেছে আই লীগ জয়ী ক্লাব। বর্তমানে Maheson Singh Tongbram এর বয়স ১৮ বছর। ইতিমধ্যে দেশের হয়ে জিতেছেন ২০২২ সালের অনূর্ধ্ব ২০ সাফ চ্যাম্পি়নশিপ।
Inking victory with Maheson Singh! Our #10 has extended his stay till 2025 with the club.#Maheson2025 #PFC #PunjabDaJosh pic.twitter.com/dpckRYSboo
— Punjab FC (@RGPunjabFC) August 6, 2023
Maheson Singh Tongbram মণিপুরের ফুটবলার। খেলেন মূলত মাঝমাঠে। তবে গোল করার ব্যাপারে তার দক্ষতা রয়েছে। পাঞ্জাব এফসির সাফল্যের পিছনে উল্লেখযোগ্য অবদান রেখেছেন ইতিমধ্যে। ক্লাবের আশা সুযোগ পেলে ইন্ডিয়ান সুপার লীগেও কার্যকর হয়ে উঠতে পারেন Maheson Singh। মিনার্ভা পাঞ্জাব বি দল থেকে উত্থান মণিপুরের মিডিওর। পাঞ্জাবের দলটির সঙ্গে যুক্ত রয়েছে ২০২০ সাল থেকে। ২০২১-২২ এবং ২০২২-২৩ আই লীগে ক্লাবের হয়ে খেলেছেন বেশ কিছু ম্যাচ।