সমালোচনা করা সময় মুখে লাগাম থাকে না কপিল দেবের। কিছুদিন আগে “দ্য উইক”-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন অধিনায়ক বলেছিলেন যে ভারতের বর্তমান শিবির এখন অহংকারে ভরপুর। সেই দাবি উড়িয়ে দিলেন ভারতে “স্যার” রবীন্দ্র জাডেজা।
তৃতীয় তথি শেষ ওডিআইএর আগে সাংবাদিকদের জাডেজা জানালেন, “আমি জানি না তিনি কখন এই কথা বলেছেন। আমি সোশ্যাল মিডিয়াতে এই জিনিসগুলি খুঁজেও দেখি না। দেখুন প্রত্যেকের নিজস্ব মতামত রয়েছে। প্রাক্তন খেলোয়াড়দের তাঁদের মতামত জানানোর সম্পূর্ণ অধিকার আছে, তবে আমি মনে করি না যে কোনও এই দলে কোনোরকম অহংকার রয়েছে।”
দ্য উইকের কাছে জোড়দার অভিযোগ করেছিলেন কপিল দেব। বলেছিলেন, হাতে প্রচুর টাকা এসে গেলে অহংকারও আসে। এখনকার ক্রিকেটরদের নাকি অহংকার প্রচুর। এর উত্তরে জাডেজা পরিষ্কার জানালেন, দলে এমন কিছুই নেই। “সবাই তাঁদের ক্রিকেট উপভোগ করছে এবং সবাই পরিশ্রমী। কেউ কোনো কিছুকে হেলায় নেয়নি। তাঁরা তাঁদের শতভাগ দিচ্ছে। ভারতীয় দল ম্যাচ হেরে গেলে সাধারণত এমন মন্তব্য আসে। দলে বেশ ভাল কিছু ছেলেরা রয়েছে, এটি একটি ভাল দল। আমরা ভারতের প্রতিনিধিত্ব করছি এবং এটিই আমাদের মূল লক্ষ্য, কোনও ব্যক্তিগত এজেন্ডা নেই,” তিনি ব্যাখ্যা করেছেন।
বস্তুত বিশ্বকাপের আগে রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের বারবার বিশ্রাম দেওয়া নিয়ে অনেকের রোষের মুখে পড়েছে দল। তাছাড়া, শুধু কপিল দেব নন, কিংবদন্তি সুনীল গাভাস্কারও এক একই ‘অহংকার’ তত্ত্বে সামিল হয়ে বলেছিলেন, কেউ তাঁর কাছে সাহায্য চাইতে আসেনা। ওরা নাকি ভাবে যে ওরা সব জানে।