কোভিডের (Covid 19) ভয়াবহতা দেখেছে গোটা বিশ্ব। মহামারি, লকডাউন, গৃহবন্দি, নিজের ঘরেই নিভৃতবাসে থাকতে হয়েছে। স্বাভাবিক ছন্দে ফিরেছে মানবজীবন। নতুন করে কোভিডের সংক্রমণের খবর আবারও উদ্বেগ বাড়াচ্ছে। যারা বয়স্ক, কোভিড তাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা কার্যত নষ্ট করে দিচ্ছে।
নতুন করে কোভিড সংক্রমণের খবর পাওয়া গিয়েছে আমেরিকা, আবু ধাবিতে। এবার এ রাজ্যের পূর্ব বর্ধমানে ফের কোভিডের থাবা। জানা যাচ্ছে, রবিবার সন্ধ্যা ও সোমবার সকালে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে দুজন কোভিড আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, আরও কয়েকজন করোনা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মারা যাওয়া দুজনই অন্যান্য রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। তবে মৃত্যুর শংসাপত্রে কোভিডের উল্লেখও রয়েছে।
প্রসঙ্গত,বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় ৬০ বছরের এক বৃদ্ধ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। তিনি দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন। হাসপাতালে কোভিড পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ আসে। সোমবার সকালে মারা যান দেওয়ানদিঘি থানা এলাকার ৬১ বছরের এক বৃদ্ধ। তিনি কয়েকদিন আগে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। তার শরীরেও করোনা ভাইরাস পাওয়া গেছে।