অবশেষে ফের জয়ের সরনীতে ফিরল মহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাব (Mohammedan SC)। শেষ ম্যাচে কিবু ভিকুনার ডায়মন্ডহারবার এফসির বিপক্ষে পরাজিত হতে হয়েছিল মেহরাজউদ্দিন ওয়াডুর ছেলেদের। তবে এবার ঘুরে দাঁড়াল ময়দানের এই তৃতীয় প্রধান।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ প্রিমিয়ার ডিভিশন লিগে পিয়ারলেসের বিপক্ষে খেলতে নামে মহামেডান দল। নির্ধারিত সময়ের শেষে ২-১ গোলে সেই ম্যাচ জিতে নিল ব্ল্যাক প্যান্থার্স। মহামেডান দলের হয়ে গোল করেন যথাক্রমে ডেভিড ও সামাদ।
গত ম্যাচে ঘরের মাঠে দাপটের সাথে খেললেও শেষ পর্যন্ত পয়েন্ট হাতছাড়া করেই মাঠ ছাড়তে হয়েছিল সাদা-কালো ব্রিগেডকে। তাই আজ ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল দল। শুরু থেকেই অত্যন্ত দাপটের সাথে প্রতিপক্ষের ডিফেন্সে হানা দিতে থাকে মহামেডান দলের ফুটবলাররা। এভাবেই ম্যাচের ঠিক ২৫ মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন ডেভিড। যদিও সেই গোল করে খুব একটা খুশি হওয়া সম্ভব হয়নি খেলোয়াড়দের পক্ষে। ১-১ গোলের ফলাফল নিয়েই তাদের শেষ করতে হয়েছিল প্রথমার্ধ। তবে দ্বিতীয়ার্ধ থেকে যথেষ্ট চনমনে হয়ে ওঠে সাদা-কালো শিবির।
অধিনায়কের উচ্ছাস॥ 🤩
সামাদ আলি মল্লিকের ৯৭ মিনিটের করা গোলে আমরা আজকে পিয়ারলেসের মতো কঠিন প্রতিপক্ষকে হারাতে সক্ষম হয়েছি॥ 🖤🤍#JaanJaanMohammedan #CFL2023 #IndianFootball pic.twitter.com/Cn7kc4WZGw
— Mohammedan SC (@MohammedanSC) July 30, 2023
তবে পাল্টা জবাব দিতে ছাড়েনি পিয়ারলেস দলের ফুটবলাররা। ঘনঘন আক্রমণে কার্যত চাপে ফেলে দেয় মহামেডান দলের ডিফেন্ডারদের। তবে কিছুতেই ফিনিশ করা সম্ভব হচ্ছিলনা তাদের পক্ষে। তবে ম্যাচের অতিরিক্ত সময়েকে কাজে লাগিয়ে কার্যত বাজিমাত করে সাদা-কালো। ম্যাচের ঠিক ৯৭ মিনিটের মাথায় সামাদ আলি মল্লিকের করা গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় দল। চূড়ান্ত সময়ের শেষে এই ব্যবধান নিয়েই বাজিমাত করে দল।